সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


একটানা টিভি দেখলে হতে পারে হার্ট অ্যাটাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘক্ষণ বসে বসে একনাগাড়ে টিভি দেখে গেলেই সমস্যা, হতে পারে মৃত্যুও। একটানা বসে বসে টিভি দেখলে হতে পারে হার্ট অ্যাটাক এমন কথাই বলছে সাম্প্রতিক এক গবেষণা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় এ ভয়াবহ তথ্য উঠে এসেছে।

জার্নাল অব আমেরিকান হার্ট আ্যাসোসিয়েশানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি থেকে ভারি শরীর চর্চায় হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়।

গবেষক কেইথ এম ডিয়াজ বলেছেন, আমাদের সমীক্ষা বলছে, আপনি কীভাবে আপনার সময় কাটাবেন, তার ওপর নির্ভর করে আপনার হার্টের সুস্থতা। যদি আপনার কাজ এমন হয়, যেখানে আপনাকে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, তবে ভারী শরীর চর্চা বাড়ানো দরকার। সেক্ষেত্রে কাজের জায়গা থেকে বাড়ি ফিরে শুয়ে বসে টিভি দেখলে হবে না।

সাড়ে ৮ বছর সময় ধরে ৩ হাজার ৫৯২ জনের ওপর সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষায় অংশগ্রহণ করা ব্যক্তিদের প্রত্যেকেই বিস্তারিত জানাতে হয়েছে তারা দিনের কতটা সময় বাড়িতে টিভি দেখে কাটান। কিংবা শরীর চর্চায় কতটা সময় দেন।

সমীক্ষায় দেখা গেছে, যারা দৈনিক ৪ ঘণ্টা কিংবা তার থেকে বেশি সময় টিভি দেখেন, তাদের হৃদরোগজনিত সমস্যা হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ