সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মাদরাসা নিয়ে মন্তব্যের জেরে বিধানসভায় তোপ দাগলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে।

গতকাল শুক্রবার লোকসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিশান রেড্ডি মাদরাসা নিয়ে মন্তব্যের জবাবে বিধানসভায় প্রসঙ্গটি উত্থাপন করে কেন্দ্রকে তোপ দাগেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, গত ২৮ জুন ভারত সরকারের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল সীমান্তবর্তী মাদরাসাগুলোতে শিক্ষার্থীদেরকে মৌলবাদ বা জিহাদি কার্যকলাপ শেখানো হচ্ছে কি না।

তার জবাবে আমরা জানিয়েছিলাম, এমন কোনো প্রশ্নই নেই। কিন্তু কেন্দ্র আমাদের এ রিপোর্টকে সংসদে উত্থাপনই করেনি, বরং তাদের নিজেদের মতো করে একটি রিপোর্ট পেশ করে। তারা (কেন্দ্র) কিভাবে আমাদের অভিমতকে উপেক্ষা করে তাদের মতামতকে তুলে ধরে? আমি বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি রাজ্য সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে। এটা পুরো একটা সম্প্রদায়কে কালিমালিপ্ত করা।

মমতা আরও জানান, ধর্মের ভিত্তিতে কেউই একজনকে সন্ত্রাসবাদী আখ্যা দিতে পারে না। সন্ত্রাসবাদ কখনও জাতি-বর্ণের সঙ্গে সম্পর্কিত নয়। যেটা সন্ত্রাসবাদ সেটা সন্ত্রাসবাদই। একজন চোর-চোরই হয়। যদি এরকম কোন ঘটনা ঘটে তবে কেন্দ্র তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। কিন্তু ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করাটা একদমই ঠিক নয়। তারা সবকিছুতেই রাজনীতিকরণ করতে চাইছে। তারা প্রত্যেকটা বিভাগে তদন্তকারী এজেন্সি থেকে চিঠি পাঠাচ্ছে। প্রত্যেককে তারা এখন ভয় দেখাচ্ছে।

কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে গোপনীয়তা রক্ষা করা হয়। কিন্তু আমাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই আমরা আমাদের রিপোর্টগুলোকে বিধানসভার অধিবেশনে তুলে ধরেছি যাতে মানুষ জানতে পারে যে আমরা আমাদের জবাবে কি বলেছিলাম বলেও বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ