আওয়ার ইসলাম: হজ যাত্রার দ্বিতীয় দিনে, প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেই যাত্রীরা আজ শুক্রবার সৌদি আরব যাচ্ছেন। মধ্যরাত থেকেই এ প্রক্রিয়া স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
দ্বিতীয় দিনের প্রথম ফ্লাইটটি রাত ১টা ১৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। হজ যাত্রীরা আজ বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের ১৪ টি ফ্লাইটে সৌদি আরব যাবেন।
এখন পর্যন্ত হজযাত্রার সব ফ্লাইট সময়মত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যান্য বছরের মত এবার ফ্লাইট বাতিল বা শিডিউল বিপর্যের শঙ্কা নেই বলেও নিশ্চিত করেছেন তারা।
এর আগে বৃহস্পতিবার হজ যাত্রার প্রথম দিনে সার্ভার জটিলতায় বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইটের এক হাজার সাতশ ৭৬ যাত্রীর ইমিগ্রেশন হয় জেদ্দা বিমানবন্দরে।
-এএ