মুফতি আবদুল্লাহ তামিম: বিভিন্ন এলাকায় দেখা যায় জানাযার দাফনের সময় আহাদ নামা নামের একটি কাগজ লাশের সাথে দেয়া হয়। আহাদ নামা হচ্ছে কালিমা লেখা কাগজ ও একত্ববাদের সাক্ষী।
এ বিষয়ে শরিয়ত কী বলে? কবরে লাশের সাথে আহাদনামা রাখার শরয়ি কোন ভিত্তি নেই। যদি কোন বুযুর্গানে দীন থেকে তা প্রমাণিত হয়ে থাকে, তবু তা উক্ত বুযুর্গের ব্যক্তিগত আমল হিসেবে সাব্যস্ত হবে। এর সাথে শরিয়তের কোন সম্পর্ক নেই।
এভাবে লাশের সাথে আহাদনামা দেয়া জায়েজ নয় বরং বিদআত। তাই এ থেকে বিরত থাকা জরুরী। রদ্দুল মুহতার-৩/১৫৭।
-এটি