সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

দাওরায়ে হাদীস পরীক্ষা: কোন বোর্ডে কত পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
বার্তা সম্পাদক

সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

আজ (বুধবার) সকাল ১১ টায় মতিঝিলে সংস্থাটির কেন্দ্রীয় দফতরে (কাবিল টাওয়ার) আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালী সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

এ বছর দাওরায়ে হাদীস (তাকমিল) ২৬,৭৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। গড় পাসের হার ৭৩.৫১%।

হাইয়াতুল উলয়ার অধীনে ছয়টি বোর্ডের সমন্বয়ে এ দাওরায়ে হাদীস পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছয় বোর্ডের পৃথক ফলাফল পেশ করা হলো।

♦ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে মোট মাদরাসা সংখ্যা ১০৩০টি, তার মধ্যে পুরুষ মাদরাসা ৪৮৭টি মহিলা মাদরাসা ৫৪৩টি। সর্বমোট পরীক্ষার্থী ২১,৬০৪ জন, ছাত্র ১৪,২৯০ জন, ছাত্রী ৭,৩১৪ জন।

তাদের মধ্যে মুমতায ৭৯৫ জন,  জায়্যিদ জিদ্দান  ৪০৪৯ জন,  জায়্যিদ ৬৫২৫ জন, মাকবূল  ৩৯৭০ জন।

♦ বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ মাদরাসা সংখ্যা মোট ৩৯টি পুরুষ ২৪টি মহিলা ১৫টি। মোট পরীক্ষার্থী সংখ্যা ৭৮৬ জন, ছাত্র ৫৭১ জন, ছাত্রী ২১৫ জন।

তাদের মধ্যে মুমতায ৩ জন, জায়্যিদ জিদ্দান ৭৩ জন,  জায়্যিদ ২২৫ জন, মাকবূল ১৪২ জন।

♦ আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ৮৮টি। পুরুষ ৪৫টি মহিলা ৪৩টি। সর্বমোট পরীক্ষার্থী ১,৫৭৮ জন, ছাত্র ১,১৬০ জন, ছাত্রী ৪১৮ জন।

তাদের মধ্যে মুমতায ৫৫ জন, জায়্যিদ জিদ্দান ৩০৭ জন, জায়্যিদ ৪৩৭ জন, মাকবূল ৩১০ জন।

♦  তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ২৪টি। পুরুষ মাদরাসাই ২৪টি। মহিলা মাদরাসা নাই।

সর্বমোট পরীক্ষার্থী  ১,২১৫ জন। তাদের মধ্যে মুমতায ১১৬ জন, জায়্যিদ জিদ্দান ৪১৯ জন, জায়্যিদ ৩৬২ জন, মাকবূল ১৩৮ জন।

♦ আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ১৯টি। পুরুষ ১৫টি মহিলা ৪টি। মোট পরীক্ষার্থী সংখ্যা ১,০০৯ জন। পুরুষ ৯১৬ জন। মহিলা ৯৩ জন। তাদের মধ্যে মুমতায ৭১ জন, জায়্যিদ জিদ্দান ২৭৭ জন, জায়্যিদ ২৯০ জন, মাকবূল ১৫৮ জন।

♦ বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ৪৪টি। পুরুষ ২০টি মহিলা ২৪টি। মোট পরীক্ষার্থী সংখ্যা ৫৮১ জন। পুরুষ ৩৯৯ জন, মহিলা ১৮২ জন। তাদের মধ্যে  মুমতায ১০ জন, জায়্যিদ জিদ্দান ৭৩ জন, জায়্যিদ ১৪৬ জন, মাকবূল ১২০ জন।

♦ আল-হাইআতুল উলয়া কেন্দ্রীয় দফতর থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৫ জন। তাদের মধ্যে মুমতায ১ জন। জায়্যিদ জিদ্দান ২ জন। মাকবূল ৫ জন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে আল হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে দাওরায়ে হাদীস (তাকমীল) এর কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। কিন্তু প্রশ্নফাঁসের কারণে পুনরায় ২৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়। আবারও প্রশ্নফাঁসের হলে বিশেষ পদ্ধতিতে ৩ মে পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ