রকিব মুহাম্মদ
যুগ্ম বার্তা সম্পাদক
সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
আজ (বুধবার) সকাল ১১ টায় মতিঝিলে সংস্থাটির কেন্দ্রীয় দফতরে (কাবিল টাওয়ার) আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালী সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর কাছে ফলাফল হস্তান্তর করেন।
এ বছর দাওরায়ে হাদীস (তাকমিল) ২৬,৭৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। গড় পাসের হার ৭৩.৫১%।
প্রথম স্থান অর্জন করে সারাদেশ থেকে মেধা তালিকার শীর্ষ রয়েছেন শাকিলা আখতার, জামেয়া ইব্রাহিমিয়া মহিলা মাদরাসা, ১০৬৬/৮৯৭ কাজলারপাড়, যাত্রাবাড়ী, ঢাকা (প্রাপ্ত নাম্বার ৯০১)
যৌথভাবে দ্বিতীয় হয়েছেন- মোসা: মাফরুহা, চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা শাখা, চরমোনাই, বরিশাল (প্রাপ্ত নাম্বার ৮৮৯), আয়শা সিদ্দিকা হুমায়রা, ফাতেমাতুয যাহরা (রা:) রামপুরা মহিলা মাদরাসা, ৪৫৫/১ ডি.আই.টি. রোড, (প্রাপ্ত নাম্বার ৮৮৯) পশ্চিম রামপরা, ঢাকা (প্রাপ্ত নাম্বার ৮৮৯)।
যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন- মোসা: রুকাইয়া, চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা শাখা, চরমোনাই, বরিশাল (প্রাপ্ত নাম্বার ৮৮৪), মাহা মোহাম্মদ আব্দুল্লাহ, তাহফিজল কোরআন ইসলামী আরবী বালিকা উচ্চ মাদরাসা, হালিশহর, চট্টগ্রাম (প্রাপ্ত নাম্বার ৮৮৪)।
৪র্থ হয়েছেন- ফাতেমা উম্মুল হাসান, উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা ৪১৭ নং কোকাকোলা ঢালীবাড়ি, ভাটারা, ঢাকা (প্রাপ্ত নাম্বার ৮৭৫), উম্মুল খায়ের হাফসা, মাহমুদিয়া মহিলা মাদরাসা, মাহমুদনগর, ডগাইর, ডেমরা, ঢাকা (প্রাপ্ত নাম্বার ৮৭৫)।
৫ম হয়েছেন- মোসাম্মৎ ছায়েমা, উম্মু হানী বালিকা মাদরাসা ও এতিমখানা, দক্ষিণ সাইরারডেইল, মাতারবাড়ী, মহেশখালী, কক্সবাজার (প্রাপ্ত নাম্বার ৮৭৩)।
৬ষ্ঠ হয়েছেন- রাবিয়া, মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা), ৫৩ গলগন্ডা, মোমেনশাহী (প্রাপ্ত নাম্বার ৮৭০)
৭ম হয়েছেন- মারইয়াম সিদ্দিকা, আল হুদা মহিলা মাদরাসা, মীরেরহাট, হাটহাজারী, চট্টগ্রাম (প্রাপ্ত নাম্বার ৮৬৭)।
যৌথভাবে ৮ম হয়েছেন- মোসা: ফাহমিদা, চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা শাখা, চরমোনাই, বরিশাল (প্রাপ্ত নাম্বার ৮৫৪), তামান্না বেগম, মাদরাসাতুল বানাত বালিকা মাদরাসা, বারুতখানা, সিলেট (প্রাপ্ত নাম্বার ৮৫৪)।
৯ম হয়েছেন - মারিয়া মীম, জামিয়া ইব্রাহিমীয়া আমীনিয়া মহিলা মাদরাসা, আটিওয়াপদা কলোনী রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ (প্রাপ্ত নাম্বার ৮৫১)।
১০ম হয়েছেন - মোছা: তায়্যিবা ইসলাম, জামিয়া দারুস সুন্নাহ মহিলা মাদরাসা, রাজঘর, ভাটপাড়া, ব্রাহ্মণবাড়িয়া (প্রাপ্ত নাম্বার ৮৪৯)।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে আল হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে দাওরায়ে হাদীস (তাকমীল) এর কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। কিন্তু প্রশ্নফাঁসের কারণে পুনরায় ২৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়। আবারও প্রশ্নফাঁসের হলে বিশেষ পদ্ধতিতে ৩ মে পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।
আরএম/