মুফতি আবদুল্লাহ তামিম
বর্তমান সারা বিশ্ব ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপে মেতে থাকে কিছু দিন পর পরই। আর বিভিন্ন দেশের বিভিন্ন খেলোয়ারের ভক্তবৃন্দেরও অভাব নেই দেশ-বিদেশে।
প্রিয় দেশের খেলা জিততে অনেককে রোজা রাখতেও শোনা যায়। আবার অনেকে দোয়া করেন। এ বিষয়ে শরিয়ত কী বলে?
যেহেতু বর্তমান ফুটবল বা ক্রিকেট খেলায় শরিয়ত নিষিদ্ধ অনেক বিষয় রয়েছে। তাই এ টুর্নামেন্টগুলো দৃষ্টিকোণ থেকে জায়েজের পর্যায়ভূক্ত নয়।
তাই এসবের জন্য দোয়া করাও জায়েজ নয়। বরং হারাম। হারাম কাজের জন্য দোয়া করা হারাম। যদি বারবার এমনটি করা হয়, তাহলে সেটি কবিরা গোনাহের অন্তর্ভূক্ত হবে। একবার দু’বার করলে তা কবিরা গোনাহ হবে না।
তইসলাম ও মুসলমানদের প্রতি ভালবাসা ও মোহাব্বত রাখা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক। তবে সেটি খেলার মত তুচ্ছ বিষয়ের সাথে ঘুলিয়ে ফেলা উচিত নয়। খেল-তামাশা এগুলো শরিয়ত সম্মত নয়। (রদ্দুল মুহতার ৯/৫৬৬)
-এটি