আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে শালবাগান নামক ‘রোহিঙ্গা শরণার্থী শিবিরে’ একদল সন্ত্রাসীর গুলিতে রহিমা খাতুন নামে (৩৫) এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শনিবার (২২ জুন) দুপুরে টেকনাফের নয়াপাড়া শালবাগান ২৬ নম্বর শিবিরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই নারী শরণার্থী শিবিরের ই ব্লকের বাসিন্দা ছালে আহমদের স্ত্রী।
স্থানীয়দের বরাতে জানা যায়, ছালে আহমদ নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা শিবির থেকে গত দুই মাসে আগে শালাবাগান রোহিঙ্গা শিবিরের পাহাড়ের তীরে আশ্রয় নেয়। কিছু দিন আগে তার মেয়েকে সন্ত্রাসীরা তুলে নেওয়ার চেষ্টা চালায়।
এতে আশপাশের লোকজন বাধা প্রদান করে। তার সূত্র ধরেই শনিবার দুপুরে ছালে আহমদের স্ত্রী পাহাড়ে গরু বাঁধার জন্য গেলে, সশস্ত্র সন্ত্রাসী জকির আহমদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হারুনসহ বেশ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় রহিমা খাতুন গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করেন।
টেকনাফের নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান রমিদা বেগম বলেন, সন্ত্রাসীর গুলিতে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। সে কক্সবাজারে চিকিৎসাধীন আছে।
-এটি