আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারুফ শারমিন স্মৃতি সংস্থার উদ্যোগে পাঁচ শতাধিক হজ যাত্রীকে বিনা মূল্যে হজ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলে জানা যায়।
আজ শনিবার (২২ জুন) সকাল থেকে দিনব্যাপী লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। হজ আদায় সহজ করতে, ও প্রতিটি বিধান সঠিকভাবে আদায় করতে বানানো হয় প্রতিকি কাবা ও মাকামে ইব্রাহিম।
মারুফ শারমিন স্মৃতি সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন মোজাম্মেল হক ভুঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, মারুফ শারমিন স্মৃতি সংস্থার সহসভাপতি হাবিবুর রহমান ভুঁইয়া, আলহাজ জিয়াউল হক, প্রমুখ।
এ সময় নারায়ণগঞ্জ, নরসিংদী জেলাসহ বিভিন্ন এলাকা থেকে হজে যেতে ইচ্ছুক পাঁচ শতাধিক মানুষকে হজের সব নিয়ম-কানুন শেখানো হয়। আলেমদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ হজ প্রশিক্ষণ।
-এটি