আওয়ার ইসলাম: মুসলিম বিশ্বের আদর্শ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে প্রচলিত মুসলিম সংস্কৃতির প্রতি অসম্মান প্রদর্শনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছেন ফিলিস্তিন-মার্কিন মডেল বেল্লা হাদিদ।
রবিবার (১৬ জুন) বেল্লা হাদিদের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২৫ মিলিয়ন অনুসারীর উদ্দেশ্যে একটি ছবি পোস্ট করেন। পোস্ট করা এই ছবি নিয়েই ব্যাপক বিতর্কের জন্ম নিয়েছে।
ছবিতে দেখা যায়, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তিনটি বিমানের দিকে জুতা প্রদর্শন করে আরব সংস্কৃতির প্রতি অসম্মান জানান বেল্লা হাদিদ।
আরব সংস্কৃতির প্রতি অসম্মান প্রদর্শনের জন্য এসব দেশে বেল্লা হাদিদকে বয়কট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ব্যবহারকারীরা।
মধ্যপ্রাচ্যের ডায়র ও ভার্সেস ব্রান্ডের সাথে কাজ করা বেল্লা হাদিদকে ওই ব্রান্ড থেকেও বয়কট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন ব্যবহারকারীরা।
সূত্র: মিডল ইস্ট মনিটর, মেট্র