আওয়ার ইসলাম: কঠোর নিরাপত্তার ভিতর দিয়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির জানাযা ও দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। কায়রোতে মুসলিম ব্রাদারহুডের প্রাক্তন নেতাদের পাশে তাকে দাফন করা হয়েছে।
আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫ কায়রোর নাসর সিটিতে তাকে দাফন করা হয়।
জানা যায়, এ সময় কেবল তার পরিবারের সদস্য ও আইনজীবীদেরকে উপস্থিত থাকার অনুমতি দেয়া হয়। জানাযায় কেবল মুরসির ভাই, পুত্র, আর দুইজন আইনজীবী অংশ গ্রহণ করতে পেরেছেন।
মুরসির ছেলে আহমেদ মুরসি তার ফেসবুক পেজে থেকে এক পোস্টে জানান, তাদের পরিবারের পক্ষ থেকে মুরসির জন্মস্থান শারকিয়া প্রদেশে তার দাফনের আবেদন জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ। তাকে কায়রোর নাসার শহরে দাফন করা হয়েছে। সে সময় তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
আহমেদ বলেন, টোরা কারা-হাসপাতালে আমরা তাকে গোসল করিয়েছি। তার জানাজার নামাজ আদায় করেছি এবং তাকে দাফন করা হয়েছে।
-এএ