শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


তোমরা মিডিয়ার সাথে সম্পৃক্ত হও, তরুণদের প্রতি আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি: সাহিত্য সাময়িকী 'প্রবচন' এর বিশেষ আয়োজন ‘আল্লামা আহমদ শফী সংখ্যা'র মোড়ক উন্মোচন করেছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

শুক্রবার ( ১৪ জুন) দুপুর ১২ টায় আমিরে হেফাজতের কার্যালয়ে প্রবচন মিডিয়া প্রকাশিত বিশেষ সংখ্যাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে আল্লামা আহমদ শফী তরুণদের উদ্দেশে বলেন, তোমরা বেশি বেশি লেখালেখি কর। তোমাদের লেখালেখির পরিধি যত বাড়বে, আমাদের বিষয়গুলো সাধারণ মানুষ ততোটাই সঠিকভাবে জানতে পারবে।

তরুণদের মিডিয়াতে কাজের প্রতি উৎসাহ দিয়ে তিনি বলেন, তোমরা মিডিয়ার সাথে সম্পৃক্ত হও। মিডিয়াতে কাজ কর। সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতার মোকাবিলা কর। কলম দিয়ে এখন অনেক সন্ত্রাসী কর্মকান্ড হচ্ছে, সেসবের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আশা করছি, প্রবচনের মাধ্যমে এ লাইনে অনেক কাজ হবে।

এ সময় তিনি প্রবচনের কৃতজ্ঞতা আদায় এবং প্রবচন মিডিয়ার সার্বিক অগ্রগতি কামনা করেন। পাশাপাশি সামনেও এরকম বিষয় নিয়ে কাজ করার জন্য উপস্থতি তরুণদের উদ্দেশে বিশেষ পরামর্শ প্রদান করেন।

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে সাহিত্য সাময়িকী প্রবচনের বিশেষ আয়োজন 'আল্লামা আহমদ শফী সংখ্যা'। এ সংখ্যায় হেফাজত আমিরকে ঘিরে বিশিষ্টজনদের, বিশেষ করে তরুণদের আবেগ-অনুভূতি ও মতামতগুলো স্থান পেয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রবচন সম্পাদক কাজী হামদুল্লাহ, সহকারী সম্পাদক মুহাম্মাদ এমদাদুল্লাহ, ফাহিম আহমাদ, মাও. শফিউল আলম, মাও, ইবরাহিম খলিল সিকদার, ইনসাফ টুয়েন্টিফোর ডটকমের হাটহাজারী প্রতিনিধি জুনাইদ আহমদ, রাশিদুল ইসলাম,একুশে জার্নাল হাটহাজারী প্রতিনিধি হাবীব আনওয়ার, ইউসুফ বিন মাসুম ও আহনাফ আবদুল্লাহ প্রমুখ।

সাহিত্য সাময়িকী প্রবচনে সংগ্রহ করতে যোগাযোগ : ০১৯১০২৯৬৯৫১

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ