আওয়ার ইসলাম: ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে মোবাইল ও ডেস্কটপ ব্রাউজার তৈরি করেছে মালয়েশিয়ার একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। সালাম ওয়েব নামের ওই প্রতিষ্ঠানটি দাবি করেছে, মুসলমানদের জন্য ‘হালাল’ ব্রাউজার এটি।
বিশ্বের ১৮০ কোটি মুসলমানকে লক্ষ্য করে এই হালাল ব্রাউজার তৈরি করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির দাবি।
বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে একটি নিরাপদ এবং নৈতিকভাবে সংবেদনশীল অনলাইন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে এটি।
ভৌগোলিক সীমা ধরে নামাজের সময় দেখাবে ব্রাউজারটি। এতে থাকবে কম্পাস, যা কেবলার দিক জানিয়ে দেবে ব্যবহারকারীদের।
এ ছাড়া নামাজের সময় যদি আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যান, ইসলামি শরিয়া অনুযায়ী যদি সেটি নিষিদ্ধ হয়, তাও জানিয়ে দেবে এই ব্রাউজার।
সালাম ওয়েবের ব্যবস্থাপনা পরিচালক হাজ্জা হাসনি জরিনা বলেন, “নতুন প্রজন্মের অনেকেই আছেন যারা প্রযুক্তিকে ভালোবাসে, তেমনি আবার ইসলামি শরিয়া অনুযায়ী চলার চেষ্টাও করেন। ফলে আমরা চাই, আমাদের মাধ্যমে তাদের সেই অভিজ্ঞতা যেন আরও ভালো হয়।”
চলতি বছরের শুরুতে ব্রাউজারটি আনার কাজ শুরু করে সালাম ওয়েব। আরবি, ইংরেজি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ান ভাষা বাহাসা, বাংলা, উর্দু সহ আরও কিছু ভাষায় এ ব্রাউজার ছাড়া হচ্ছে।
আরএম/