সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ।। ২৬ কার্তিক ১৪৩১ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের দপ্তর বদল, কে পেলেন কোনটি আলওয়াসি হজ্ব গ্রুপ মিট আপ ১৬ নভেম্বর, যেভাবে করবেন রেজিস্ট্রেশন শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ‘জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের আহ্বান’ শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা খেলাফত মজলিস নিউইয়র্ক শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি শায়খ আহমাদুল্লাহকে একুশে পদক প্রদানের প্রস্তাব কেন, জানালেন মুফতি এনায়েতুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

ইমরান খানের বিতর্কিত বক্তব্য, পাকিস্তানজুড়ে নিন্দার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও সাধারণ জনতার তোপের মুখে পড়েছে দেশটির প্রেসিডেন্ট ইমরান খান।জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইসলামের প্রথম দুই যুদ্ধ বদর ও ওহুদ যুদ্ধের বিশ্লেষণ করতে গিয়ে রাসুল সা. ও সাহাবাদের বিষয়ে একটি ভুল তথ্য উপস্থাপন করায় দেশব্যাপী সমালোচিত হচ্ছেন তিনি।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে কথা প্রসঙ্গে ইমরান বলেন,বদরযুদ্ধে রাসূলের সা. সঙ্গে মাত্র ৩১৩ জন সাহাবী অংশ নেন। অন্য সাহাবীরা ভয়ে এ যুদ্ধে অংশ নেননি। ওহুদ যুদ্ধ নিয়ে বলেন, ওহুদ যুদ্ধে সাহাবারা রাসূলের সা. আদেশ সত্বেও পাহারার স্থান থেকে সরে যান। এ কারণে ওহুদ যুদ্ধে বিপর্যয় নেমে এসেছিল।

https://www.facebook.com/sharif.muhammad.75/videos/2456158371116681/

ইমরানের এ বক্তব্যে দেশটির শীর্ষস্থানীয় আলেমরা ইমরানের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। রাসূল সা. ও সাহাবাদের নিয়ে ভুল বক্তব্য দেয়ায় সোশ্যাল মিডিয়ায়ও ট্রলের স্বীকার হচ্ছেন ইমরান।

পাকিস্তানের বিশিষ্ট আলেমে ও ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি তার এক টুইটে ইমরান খানের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে লেখেন, ওহুদ যুদ্ধে তীরন্দাজ বাহিনীর টিলার দিক থেকে সরে যাওয়া ছিল একটি এজতেহাদী ভুল। এই ভুলের জন্যে তাদেরকে নাফরমান বলা এবং তাদের শানে লুটতরাজের শব্দ ব্যবহার করা চরম বেআদবী।

https://twitter.com/muftitaqiusmani/status/1138775545397821441

৩১৩ জন সাহাবী ছাড়া অন্যরা ভয়ে এ যুদ্ধে অংশ নেননি ইমরানের এ বক্তব্যকে চরম মূর্খতা বলেছেন পাকিস্তানের শীর্ষ এ আলেম।  তিনি বলেন, বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম ৩১৩জন ছাড়া সবাই ভয় পেয়ে গিয়েছিলেন- প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য চরম মূর্খতা প্রসূত।

https://twitter.com/muftitaqiusmani/status/1138774221096718338

মুফতি তাকি উসমানি আরও লেখেন, ‘বরং প্রকৃত ঘটনা হল, হযরত কাব র. বলেন, বদর যুদ্ধের সিদ্ধান্ত এত দ্রুততার সাথে হয়েছে যে অনেক সাহাবী যুদ্ধের কথা জানতেই পারেননি।

ইমরান খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের আরেক আলেম ও কলামিস্ট মাওলানা যাহেদ রাশেদী বলেছেন, ইমরান খান ইসলামি ইতিহাস সম্পর্কে খুবই কম জানেন। সাহাবায়ে কেরাম ও বদর-ওহুদ যুদ্ধ সম্পর্কে তার বক্তব্য সেই কথারই প্রমাণ বহন করে।  পাশ্চাত্য ইতিহাসের সূত্রে তার বক্তব্যে এমন ভুল হয়েছে বলে জানান রাশেদী।

https://www.facebook.com/mufakireislam/videos/2451373665090892/

 

এদিকে,পাকিস্তানের ওলামা কাউন্সিলের নেতা হাফিজ মোহাম্মদ তাহির মাহমুদ আশরাফী ইমরান খানকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানান।

[caption id="" align="alignnone" width="556"] পাকিস্তানের ওলামা কাউন্সিলের নেতা হাফিজ মোহাম্মদ তাহির মাহমুদ আশরাফী[/caption]

তিনি বলেন, বদর ও ওহুদ যুদ্ধ সম্পর্কে ইমরান খান মিথ্যাচার করেছেন। জাতির উদ্দেশে তাকে ক্ষমা চাইতে হবে এবং বক্তব্য স্পষ্ট করতে হবে।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ