রকিব মুহাম্মদ : জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী পরিচালিত ইউটিউব চ্যানেল হলি টিউন ১০ লক্ষ সাবস্ক্রাইবারের গৌরব অর্জন করল। মজার বিষয় হলো, ইউটিউবে এই প্রথম বাংলাদেশের কোনো ইসলামি সঙ্গীত ভিত্তিক চ্যানেল বিশাল এ গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে।
নন-মিউজিক্যালী ইসলামি সঙ্গীতের চ্যানেলটি ২০১৫ সাল থেকে ইউটিউবে যাত্রা শুরু করে। কলরব শিল্পীগোষ্ঠী পরিচালিত এ চ্যানেলটির প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন কলরবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার মুহাম্মদ বদরুজ্জামান।
বিশাল এ অর্জনের পর মুহাম্মদ বদরুজ্জামান তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “শুধুমাত্র ইসলামি সঙ্গীত দিয়ে এ প্রথম দশ লক্ষ সাবস্ক্রাইবারসের বিশাল মাইলস্টোন অতিক্রম করল হলিটিউন আলহামদুলিল্লাহ্। শূন্য থেকে শুরু করেছিলাম বলে এটা আমাদের কাছে বিশাল অর্জন। এ সংখ্যা একদিন কোটিও ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ সে স্বপ্ন গাথা আছে হৃদয়ে।”
আরএম/