শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষ: কোথায় কখন ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
বার্তা সম্পাদক

কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে। তাইতো ঈদের পর পরই শুরু হয়ে যায় ভর্তিযুদ্ধ। শাওয়াল মাস। কওমি মাদরাসার ভর্তির মাস। ইবতিদার মাস। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল মাসেই শুরু হয় ভর্তি।

সাধারণত প্রতি বছর শাওয়ালের ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত রাজধানীর নামীদামী মাদরাসাগুলোতে ভর্তি শুরু হয়ে যায়।

দেশের উল্লেখযোগ্য কয়েকটি মাদরাসায় কবে থেকে ভর্তি শুরু ও কতদিন ভর্তি চলবে বিস্তারিত তুলে ধরা হলো।

উল্লেখ্য, প্রায় প্রতিটি মাদরাসায় এখন ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ/ভোটার আইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগে। এগুলো সম্ভব হলে সঙ্গে রাখুন। মাদরাসার  ফোন নম্বর দেয়া আছে। যোগাযোগ করেও আসতে পারেন।

আপনার মাদরাসার তথ্য যুক্ত করতে যোগাযোগ করুন-01640-523566

ঢাকা

জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মোহাম্মাদপুর, ঢাকা
কিতাব বিভাগের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম কোটা পূরণ সাপেক্ষে ৭ শাওয়াল থেকে শুরু। ফরম বিতরণ ৭ শাওয়াল সকাল ৭ টা, লিখিত পরীক্ষা ৮ শাওয়াল সকাল ৭টা।

পুরাতন ছাত্রদের ভর্তি  ৭ শাওয়াল। শুধুমাত্র একদিন।

তখাসসুস ভর্তি সংক্রান্ত নিয়মাবলী

No photo description available.

নতুন ছাত্রদের দাখেলা পরীক্ষা প্রতিদিন সকাল ৭.৩০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত মৌখিকভাবে অনুষ্ঠিত হবে। বিকেল ৩.৩০ মিনিটে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে। তারপর ভর্তি কাজ সম্পন্ন করবে।

হিফজ ও মক্তবের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে শুরু হয়ে কোটা পূরণ হওয়া পর্যন্ত চলবে।

মোবাইল : +8801944717676

জামিয়া রাহমানিয়া আলী এন্ড নূর রিয়েল এস্টেট
৭ শাওয়াল থেকে ভর্তি ফরম বিতরণ, ওই দিন নাহবেমির জামাত পর্যন্ত ভর্তি ইচ্ছুক ছাত্রদের (মৌখিক) পরীক্ষা ও ভর্তি নেওয়া হবে।

৮ শাওয়াল হেদায়াতুন্নাহু জামাত থেকে তাখাসসুস পর্যন্ত ভর্তি ইচ্ছুকদের মৌখিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষায় উত্তীর্ন ছাত্রদের ৮ শাওয়াল ফলাফল ঘোষণার পর ভর্তি নেওয়া হবে।

৯ শাওয়াল মক্তব, নাযেরা ও হিফজ বিভাগে ভর্তি ইচ্ছুক ছাত্রদের ভর্তি পরীক্ষা ও ভর্তি নেওয়া হবে।

ফোন: ০১৯৬১২২৮৫৫৭

জামিয়া শারইয়্যা মালিবাগ

সকল জামাতের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্যই ৮ ও ৯ শাওয়াল পর্যন্ত ভর্তি ফরম বিতরণ, ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলবে।

৮ শাওয়াল সকাল ৮টার পর ফরম বিতরণ করা হবে।  ফরম পাওয়ার পর পূরণ করে এক কপি ছবিসহ নায়েবে মুহতামিমমের স্বাক্ষর নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।

এখানে ইফতা বিভাগে ভর্তির জন্য লিখিত ও মৌখিক উভয় পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার মধ্যে রয়েছে হেদায়া (কিতাবুল বুয়ু ও তালাক), নুরুল আনোয়ার (কিতাবুল্লাহ) বাংলা ও আরবি প্রবন্ধ। মৌখিক পরীক্ষার জন্য হেদায়া ফাতহুল কাদীরসহ যে কোনো কিতাব থেকে জিজ্ঞাসা।

ফোন : ০২৯৩৩০২৭৯

জামিউল উলুম মিরপুর ১৪
পুরাতন ছাত্রদের ভর্তি ৭ শাওয়াল একদিন তবে কোটা থাকার শর্তে পরবর্তী ২য় দিনেও ভর্তি হতে পারবে।

নতুন ছাত্রদের ৭ শাওয়াল শুরু হয়ে ৮ শাওয়ালসহ সকল জামাতের ভর্তি ইচ্ছুকদের ফরম বিতরণ করা হবে এবং ওই দিন সকাল ৭টা থেকে মাগরিব পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাদ এশা পরিক্ষায় উত্তীর্নদের ফলাফল ঘোষণা করা হবে।

ফোন : ৮০১৩৯৮৬

আকবর কমপ্লেক্স মাদরাসা মিরপুর

আগামী কাল ৫শাওয়াল ইফতা বিভাগের ভর্তি পরীক্ষা। ৬ শাওয়াল সকাল ৭টা থেকে ফরম বিতরণ করা হবে অন্যান্য জামাতের, সকাল ৮টায় সকল জামাতের ভর্তি ইচ্ছুকদের পরীক্ষা অনুষ্টিত হবে। পরের দিন ৬ শাওয়াল ফলাফল ঘোষণার পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিতাব বিভাগের ভর্তি ৬-৮ শাওয়াল প্রতিদিন সকাল ৭টা থেকে আসর পর্যন্ত চলবে।

ফোন : ৮০১৮০৮৩

বাইতুল উলুম ঢালকানগর
ঢালকানগরে ৭ই শাওয়াল তাখাসসুস ও পুরাতনদের ভর্তি কার্যক্রম চলবে। নতুনদের ৮ই শাওয়াল।

ফজরের পর থেকে ১০ টা পর্যন্ত ফরম বিতরণ। প্রতি জামাতে কোটা পূরণ সাপেক্ষে ভর্তি নেয়া হবে। খুসূসী ও দাওরা জামাতে শুধু ২৫জন ভর্তি নেয়া হবে।

ভর্তি ফি ৩০০০। আবাসিক চার্জ ১০০০। খানা বাবদ ২০০০টাকা।

ভর্তি পরীক্ষার দিন অর্থাৎ ৬ শাওয়াল সকাল ১০টার ভিতর ফরম সংগ্রহ করতে হবে। ১০টার পর আর ফরম দেয়া হবে না। সাড়ে ১০টা থেকে (সব জামাতের) লিখিত পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যোহর বাদ শুধু তাদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

তাখাসসুসের জামাত গুলোতে হয়ত সামান্য ব্যতিক্রম হবে। ফলাফল প্রকাশের পরপরই ভর্তি হয়ে যেতে হবে।

ফোন : ৭৪৪২৬৪২

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম, ফরিদাবাদ

ভর্তি কার্যক্রমও শুরু হবে ৭ শাওয়াল সকাল ৭টা থেকে। আর কোটা পূরণ সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে ৮ শাওয়াল পর্যন্ত।

এখানে ভর্তির জন্য ফজরের আগেই ফরম তোলার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ফজরের পরপর বা সকাল ৭ টা থেকৈ ৮টার মধ্যে ফরম পাওয়া যাবে।

দাওরা ভর্তির জন্য যে কোন বোর্ডের মেশকাত জামাতের মার্কসীট আনলেই হবে। গড় নাম্বার নূন্যতম ৪৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

ইন্টারভিউ- শরহে বেকায়া, জালালাইন ও মেশকাত জামাত ভর্তি পরীক্ষা মৌখিক হবে, যে সকল কিতাব পরীক্ষা হবে, নিম্নে দেয়া হলো-

শরহে বেকায়া জামাতে ভর্তির জন্য ‘শরহে জামী ও কানযুদ দাকাইক’ কিতাব পরীক্ষা দিতে হবে। জালালাইনে ভর্তির জন্য ‘শরহে বেকায়া’ পরীক্ষা দিতে হবে। মেশকাতে ভর্তির জন্য ‘জালালাইন' পরীক্ষা দিতে হবে।

খুসুসী থেকে শরহে জামী পর্যন্ত ভর্তি পরীক্ষা লিখিত হবে। পরীক্ষার সময়: সকাল ১১ টা থেকে। স্থান: মসজিদের দ্বিতীয় তলা। যে সকল কিতাব পরীক্ষা দিতে হবে নিম্নে দেয়া হলোঃ-

খুসুসী জামাতে ভর্তির জন্য, কুরআন শরীফ (নাযেরা), বাংলা, অংক। মিজান জামাতে তাইসিরুল মুবতাদি, ফারসী কি পহলী, উর্দু কি তেসরী'। নাহবেমীর জামাতে মিজানুস সরফ, আত্ ত্বরিকু ইলাল আরাবিয়্যা, বাকুরাতুল আদব। হেদায়াতুন্নাহু জামাতে নাহবেমীর, রওজাতুল আদব, পাঞ্জে গঞ্জ, ইলমুস সরফ।

কাফিয়া জামাতে হে:নাহু, ইলমুস সীগা। যাতায়াত, ১. যেকোন জায়গা থেকে যাত্রাবাড়ি নেমে লেগুনা/বাসে পোস্তগোলা, সেখান থেকে রিকশা/লেগুনায় ফরিদাবাদ মাদরাসা। ২. যাত্রাবাড়ি মোড় থেকে রিকশায় (৫০ টাকা নিবে হয়তো) ফরিদাবাদ মাদরাসা। ৩. যেকোন জায়গা থেকে সদরঘাট নেমে লেগুনা/রিকশা যোগে ফরিদাবাদ মাদরসা।

যোগাযোগ- 7440235

জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী

ভর্তি শুরু ৭ শাওয়াল থেকে। কোটা পূরণ সাপেক্ষে চলবে ৫ দিন।

ইফতা ও উলুমুল হাদিসে মৌখিক ও লিখিত উভয় পরীক্ষা। এছাড়া বাকিগুলোতে শুধুমাত্র মৌখিক পরীক্ষা নেয়া হয়।

যোগাযোগ- 01937-840036

জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ

ভর্তি শুরু ৮ শাওয়াল। কোটা পূরণ সাপেক্ষে চলবে ১ সপ্তাহ। সকাল ১০ টা থেকে আসর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে।

ইফতায় ভর্তির জন্য লিখিত পরীক্ষা দিতে হবে। বুখারি আওয়াল ও হেদায়া আখেরাইন। বাকি সব জমাতের পরীক্ষা মৌখিক।

যোগাযোগ- 01713-036740

জামিয়া মাদানিয়া বারিধারা

ভর্তি শুরু ৮ শাওয়াল। চলবে ১১ শাওয়াল পর্যন্ত। সকাল ৯টা থেকে আসর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

ইফতা ও আদব বিভাগে লিখিত পরীক্ষা হবে। বাকিসব মৌখিক। ইফতার জন্য তিরমিজি ১ম ও হেদায়া ৩য়। আদব উপস্থিত যে কোনো বিষয়ে আরবি মাকালা।

যোগাযোগ- 01712-860832

ইসলামি রিসার্চ রিসার্চ সেন্টার বসুন্ধরা মাদরাসা-

৭ শাওয়াল থেকে ভর্তি শুরু। কোটা পূরণ সাপেক্ষ ৩ দিন পর্যন্ত চলবে।

যোগাযোগ- 01817-579347

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার

৬ শাওয়াল থেকে ভর্তি শুরু। কোটা পূরণ সাপেক্ষ ৩ দিন পর্যন্ত চলবে।

মৌখিক ও লিখিত উভয় পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে। উভয় পরীক্ষার নম্বর সমন্বয় করে ভর্তি নেয়া হবে।

তাখাসসুসের ৪টি বিভাগ যথাক্রমে ইফতা, উলুমুল হাদিস, উলুমুল কুরআন ও আদব বিভাগে ৬টি বিষয়ে পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষার বিষয় হলো, হাদিস ও উসুলুল হাদিস, ফিকাহ, উসুলুল ফিকা, লুগাহ (নাহু সরফ) ও ইনশা। ইফাত ও হাদিস বিভাগের পরীক্ষা এক প্রশ্নে হবে এবং আদব ও তাফসির বিভাগের পরীক্ষা আলাদা বিভাগে হবে।

মেশকাত ও দাওরায়ে হাদিসে শুধু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যোগাযোগ- 01834-029445

জামিয়া রব্বানিয়া আরাবিয়া ঝালকুড়ী নারায়ণগঞ্জ মাদরাসা

কিতাব বিভাগের ভর্তি শুরু ৭ শাওয়াল। ফরম বিতরণ বাদ ফজর থেকে ১০টা পর্যন্ত। কিতাব বিভাগ একদিনই ভর্তি। হিফজ বিভাগ ৭ শাওয়াল থেকে শুরু। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে। ইফতা বিভাগের ভর্তি ৬ শাওয়াল। ফরম বিতরণ বাদ ফজর থেকে ৯ টা পর্যন্ত।

যোগাযোগ- 01976-801032,01913-582508

জামি’আ মাহমুদিয়া ইসলামিয়া

তুষারধারা আবাসিক এলাকায় অবস্থিত মাদরাসাটিতে নূরানি হিফজ খানা থেকে শুরু করে ইফতা ও আদবে পড়ার সুব্যবস্থা রয়েছে।

মাদরাসায় বিভাগগুলোর মধ্যে রয়েছে, নুরানী বিভাগ, হিফজ বিভাগ, কিতাব বিভাগ ( (মিশকাত পর্যন্ত)। এছাড়াও এখানে রয়েছে, তাফসীর বিভাগ, ইফতা বিভাগ, আদব বিভাগ ও উলুমুল হাদিস বিভাগ।

তাখাসসাত এর সকল বিভাগ ১বছর মেয়াদী। ভর্তি শুরু: ৮ শাওয়াল থেকে

তাখাসসুসাত ও মিশকাতের দরস প্রদান করবেন দারুল উলুম দেওবন্দ, ভারতের সিনিয়র মুফতি, আল্লামা মুফতী ইউসুফ তাওলবী।

ঠিকানা: তুষারধারা আবাসিক এলাকা, জিরােপয়েন্ট, ঢাকা। ইকুরিয়া উত্তরপাড়া, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা (যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড যাওয়ার পথে সাজাম মার্কেট)।

সার্বিক যােগাযােগ : ০১৯১৯ ৬৮৪ ১৮৮

কাওরান বাজার আম্বর শাহ মাদরাসা

৮ শাওয়াল ভর্তি শুরু। সব বিভাগের ভার্তি চলবে।

যোগাযোগ-01836-007707

জামেয়া ইসলামিয়া ইসলামবাগ
৮ শাওয়াল ভর্তি শুরু হয়ে কোটা পূরন না হওইয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে।

জামিয়া ইকরা বাংলাদেশ
ভর্তি শুরু ৭ শাওয়াল থেকে ১০ শাওয়াল পর্যন্ত। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকে ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

ফোন : ০১৮১৫৫৫৫৩৫৮

জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ
৮ শাওয়াল থেকে শুরু হয়ে কোটা অবশিষ্ট থাকা পর্যন্ত ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে।

ইফতার ভর্তি পরীক্ষা ও ভর্তি ১০শাওয়াল বুধবার।

ভর্তি ফরমের মূল্য ৩০০ টাকা। ভর্তি ফি ১০০০ টাকা।  এককালীন প্রদেয় ২০০০ টাকা।

ফোন : ৮০১১১৬০

জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপুর

৮ শাওয়াল নতুন পুরাতন ছাত্রদের ভর্তি। পুরাতনদের শুধু ৮ শাওয়াল ‍একদিন। কোটা পূরণ সাপেক্ষে নতুন  পরবর্তি ৩ দিন কোটা পূরণ হওয়া সাপেক্ষে ভর্তির অবকাশ থাকবে। ভর্তির সময় জন্মসনদ/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

এখানে ফ্রি খানা জারি করতে এককালীন ১২০০ টাকা দিতে হবে। বোর্ডিং ফি: ১৩০০ (২বেলা কিতাব বিভাগ)। হিফজ মক্তব ১০০০ (তিন বেলা) নাস্তা নিজ দায়িত্বে।

মোবাইল: 01718-738120

বায়তুন নূর সায়েদাবাদ

ভর্তি শুরু ৭ শাওয়াল, ৮ শাওয়াল পুরাতন ছাত্র। নতুন ছাত্রদের প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকে ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। যোগাযোগ- 01711074993

চৌধুরীপাড়া মাদরাসা

ভর্তি শুরু ৮ শাওয়াল থেকে ১০ শাওয়াল পর্যন্ত। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকে ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। যোগাযোগ- 01676531557

আফতাবনগর মাদরাসা

৮ শাওয়াল সকাল ৭টা থেকে ভর্তি শুরু হয়ে কোটা পূরণ হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে।

ফোন : ০১৭১২২২৩৯২৬

বাবুস সালাম (এয়ারপোর্ট)

৬ শাওয়াল থেকে ধারাবাহিক সাতদিন ভর্তি চলবে।

বায়তুস সালাম (উত্তরা)

৭ শাওয়াল পুরাতনদের ভর্তি। ৭ শাওয়াল নতুনদের ভর্তি পরীক্ষা হয়ে ৮ শাওয়াল ভর্তি।

যোগাযোগ- 01716028280, 0258952428

জামিয়া কারিমিয়া রামপুরা
৮ শাওয়াল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে ১৩ শাওয়াল পর্যন্ত।
পুরাতন শিক্ষার্থীরা ১১ শাওয়াল এবং নতুনরা ১৩ শাওয়াল পর্যন্ত ভর্তি হতে পারবেন।

01712-174345

মারকায যায়েদ বিন ছাবেত রা.

হযরতপুর, কেরাণীগঞ্জ,ঢাকা। ভর্তি শুরু: ৭-ই শাওয়াল। ক্লাস শুরু : ১৫-ই শাওয়াল। যে সকল বিভাগে ভর্তি হওয়া যাবে: আরবী ভাষা ও সাহিত্য (এক বছর) খুছুছী জামাত ( ১ বছরে নাহবেমীর পর্যন্ত ) হেদায়াতুন্নাহু জামাত ( আসন সংখ্যা সীমিত ) কাফিয়া জামাত ( আসন সংখ্যা সীমিত) ফোন : ০১৯১৩৫১৩০৭৩

জামিয়া রাহমানিয়া দারুল ইসলাম দক্ষিণ কাজলা, যাত্রাবাড়ী

ভর্তি শুরু ৮ শাওয়াল। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে। ইফতা বিভাগ ১ বছর মেয়াদী। নুরুল আনোয়ার ও হেদায়া কিতাব মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেয়া হবে।
নাজেরা ও হিফজসহ কিতাব বিভাগ রয়েছে মেশকাত জামাত পর্যন্ত।
ফোন: 01932752244

মাদরাসা আবু হুরায়রা রা. এতিমখানা

93/1/ বি, ডিষ্টিলাড়ী রোড, নামাপাড়া, গেন্ডারিয়া, ঢাকা- 1204 (বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার মুহাদ্দিস জনাব মুফতী খালিদ যামানী কর্তৃক পরিচালিত পরিকল্পিত সমন্বিত একটি প্রয়াস)

৮ শাওয়াল থেকে। ২২ শাওয়াল পর্যন্ত কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে। প্রয়োজনে: 01818603082,

জামিয়া রাওজাতুল উলূম ঢাকা

ইফতা বিভাগ ভর্তি শুরু ৬ শাওয়াল থেকে ১২ শাওয়াল। কিতাব বিভাগ,৭ শাওয়াল থেকে ১৭ শাওয়াল। ‍হিফজ নূরানী ১ রমজান থেকে ১৭ শাওয়াল। যোগাযোগ- ০১৬১৫-৪২১৪২১

রওজাতুল জান্নাত আদর্শ বালিকা মাদরাসা (রায়েরবাজার, ঢাকা)

নুরানী কিতাব বিভাগে ভর্তি শুরু ৭শাওয়াল থেকে। যোগাযোগ - ০১৭৬২-৯৯৮৩১৫

জামিয়া মদীনাতুল উলূম ভাটারা ঢাকা

ভর্তি ২৩ জুন শনিবার থেকে শুরু হয়ে কোটা পূরণ সাপেক্ষে চলবে। বিভাগসমূহঃ ইফতা, হিফজ, মক্তব। ইফতা বিভাগ এক বছর মেয়াদী

হেদায়া ৩য় খন্ড ও নূরুল আনওয়ার কিতাবুল্লাহ থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
যোগাযোগ ঃ 01748424028, 01749325769

মারকাযুল ক্বোরআন উত্তরা ঢাকা
তাফসির বিভাগ, ক্বিরাতে হাফস বিভাগ, ক্বিরাতে সাবা বিভাগ,হিফজ বিভাগ, ভর্তি শুরু ৮শাওয়াল থেকে ১০ শাওয়াল। ক্লাস শুরু ১৫শাওয়াল। যোগাযোগ-01638-679495, 01671-825786

মারাকাযুল ইরশাদ আল ইসলামি- ঢাকা
জিনজিরা বাসস্ট্যান্ড, কেরানীগঞ্জ ঢাকা , ইফতা বিভাগে ভর্তি চলছে। বুখারি হেদায়া নূরুল আনোয়ার লিখিত পরীক্ষা। ভর্তি ৭শাওয়াল প্রথম পর্ব। ১১শাওয়াল ২য় পর্ব।
যোগাযোগ-01720-321103

জামিয়া রাহমানিয়া দারুল ইসলাম দক্ষিণ কাজলা, যাত্রাবাড়ী, ঢাকা
ভর্তি শুরু ৮ শাওয়াল। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে। ইফতা বিভাগ ১ বছর মেয়াদী। নুরুল আনওয়ার ও হেদায়া কিতাব মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেয়া হবে। নাজেরা ও হিফজসহ কিতাব বিভাগ রয়েছে দাওরায়ে হাদীস পর্যন্ত।

সব জমাতে ভর্তি চলবে। ভর্তি ফরম:১০০টাকা। ভর্তি ফি: ২৫০০। বোর্ডিং ফি (নাস্তাসহ ৩বেলা): ১৫০০টাকা। বেতন:১২০০টাকা।

গরিব ও মেধাবী ছাত্রদের জন্য কমখরচে/ফ্রি পড়া লেখা করার সুযোগ রয়েছে। মেধাবী ছাত্রদের জন্য মাসিক শিক্ষাবৃত্তি ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে। ফোন: 01932752244, 01932752255

মাদরাসা দারুল হিদায়াহ [ইব্রাহীমপুর,কাফরুল- ঢাকা]
ভর্তির তারিখ :৮ই শাওয়াল যোহরের পর থেকে।(কোটা পুরণ হওয়া পর্যন্ত) ক্লাশ শুরু ১৭ই শাওয়াল ইনশাল্লাহ।
ফোন: ০১৯১২৮১৩৫১৫

ভর্তি হওয়া যাবে: মক্তব/অর্থসহ হিফজুল কুরআন(প্লে- চতুর্থ) দাওরায়ে হাদীস ফারেগীনদের জন্য উচ্চতর আরবী ভাষা ও সাহিত্য /ইফতা প্রশিক্ষণ কোর্স।  নাহু সরফ।

মারকাযুশ শরীয়া লিল বুহুিসল ইসলামিয়া উত্তারা, ঢাকা

ভর্তি শুরু: ৬ শাওয়াল, কোটাপূরণ সাপেক্ষে ভর্তি চলবে১০ শাওয়াল পর্যন্ত।
যোগাযোগঃ ০১৭৩১-৪০৬০০২। উলূমুল হাদিস ১ বছর মেয়াদী। মৌখিক পরিক্ষা, বুখারী ১ম ও শরহু নুখবাতিল ফিকার। লিখিত আরবি বাংলা প্রবন্ধ। কিতাব বিভাগ ২ বছরে নাহবেমির, হাফেজদের জন্য, কওমি ও মাদানি নেসাবের সমন্নয়ে। হিফজুল কুরআন বিভাগ। নাজেরা ও মক্তব বিভাগ, ১ বছর মেয়াদী।

জামিয়া ইমদাদিয়া মুসলিম নগর মাতুয়াইল মেডিকেল ডেমরা ঢাকা

ভর্তি শুরু ৭ শাওয়াল কোট পূরণ সাপেক্ষে ভর্তি চলবে ৭দিন।

যোগাযোগ- 01911-895871

মারকাজুত তারবিয়াহ মাদরাসা সাভার

ভর্তি শুরু ৭ শাওয়াল-মারকাজুত তারবিয়াহ বাংলাদেশ। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী পরিচালিত একমাত্র প্রতিষ্ঠান। ঢাকা অদূরে আলমনগর সাভারে এর অবস্থান। উন্নত আবাসিক এলাকায় সম্পূর্ণ কোলাহল মুক্ত পরিবেশে প্রতিষ্ঠানটির গোড়াপত্তন করেছেন দেশের শীর্ষ আলেম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

হিফজুল কুরআন ও হিফজ রিভিশন
১. আন্তর্জাতিক মানের অভিজ্ঞ আলেমেদিন ও উচ্চ শিক্ষিত শিক্ষক মণ্ডলী দারা শিক্ষাদান ও তত্ত্বাবধান। বেফাকের অধীনে হাফেজ ছাত্রদের পরিক্ষার ব্যবস্থা করা। ২. জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী হিসেবে গড়ে তোলা।

৩. ইয়াদ মজবুতের লক্ষ্যে দৈনিক প্রশ্ন-উত্তরের মাধ্যমে মশকের ব্যবস্থা। ৪. দুর্বল ছাত্রদের বিশেষ প্রচেষ্টায় পড়াশোনায় মনযোগী করে গড়ে তোলা। ৫. কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অংক গুরুত্ব সহকারে শিক্ষাদান। ৬. বিশ্বের প্রসিদ্ধ হাফেজ ও কারিদের অনুসরণে আরবি লাহযায় তিলাওয়াত শিক্ষা দান। ৭. খতমি ছাত্রদের বিশেষ নেগরানির মাধ্যমে বছর শেষে বিনা লোকমায় পূর্ণ কুরআন শোনার ব্যবস্থা করা।

১. ফরম- ১০০ টাকা। ২. ভর্তি ফি- ২১০০ টাকা। ৩. আবাসন চার্জ- ৫০০ টাকা। ৪. বেতন- ৫০০ টাকা। ৫. খোরাকী- ২৫০০ টাকা।
৬. বিবিধ চার্জ- ২০০ টাকা।

 ঢাকার বাইরে

দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম

ভর্তির কার্যক্রম শুরু হবে ৭ শাওয়াল। সকাল থেকে। কোটা পূরণ সাপেক্ষে ১৩ শাওয়াল সন্ধ্যা পর্যন্ত ভর্তি চলবে।

জামিয়া গহরপুর সিলেট

ভর্তি শুরু: ৮ শাওয়াল দরস শুরু: ১২ শাওয়াল বুধবার পুরাতন ছাত্র ভর্তির শেষ তারিখ: ১১ শাওয়াল। নতুন ছাত্র ভর্তির শেষ তারিখ: ২৪ শাওয়াল।

জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানিঘাট

ভর্তি শুরু ৮ শাওয়াল। ভর্তি চলবে ১৮ শাওয়াল পর্যন্ত। নুরানী হিফজ থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত যে কোনো বিভাগে ছাত্র ভর্তি হতে পারবেন। যোগাযোগ: 01877271477

জামিয়াতুস সুন্নাহ শিবচর, মাদারীপুর

ভর্তি শুরু ৮ শাওয়াল৷ কোটা পূরণ সাপেক্ষে ৫দিন চলবে৷ মকতবে ভর্তি হতে হলে কমপক্ষে ৫ম শ্রেণি পাশ হতে হবে৷ যোগ্যতানুসারে শ্রেণীর ব্যাপার শিথিলযোগ্য৷ সরাসরি ভর্তি পরীক্ষা (মৌখিক) এ অংশ গ্রহণ করতে হবে৷

হিফজে বাইরের ছাত্র নেয়া হয় না৷ বিশেষ বিবেচনার সুযোগ আছে৷ কিতাব বিভাগে দাওরা পর্যন্ত৷ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷ মৌখিকের সাথে লিখিতও হতে পারে৷

মাসিক খোরাকি: নরমাল-(যাকাতমুক্ত) ১৭০০টাকা স্পেশাল- ২৬০০টাকা খাবার: তিন বেলা

জামিয়া ফারুকিয়া আখতারুল উলুম ছয়আনি বেগমগঞ্জ নোয়াখালী

৮ শাওয়াল থেকে ভর্তি শুরু। কোটা পূরণ সাপেক্ষে চলবে ১ সপ্তাহ পর্যন্ত।

এখানে নূরানি, হিফজ বিভাগ থেকে মেশকাত জামাত পর্যন্ত রয়েছে।

ফোন : 01712569362

দারুল উলূম টঙ্গী, গাজীপুর
৮ শাওয়াল থেকে ধারাবাহিক ১ সপ্তাহ ভর্তি চলবে।

সিলেট কাজিরবাজার মাদরাসা
নতুন শিক্ষার্থী ভর্তি ৭ শাওয়াল। পুরাতন ১২ জুন।

জামিয়া আরাবিয়া মাদীনাতুল উলূম ভালুকা, ময়মনসিংহ
কিতাব ভিভাগে ভর্তি শুরু ৯ শাওয়াল। নূরানি, নাযেরা ও হিফজ বিভাগে ভর্তি শুরু ১২ শাওয়াল। কোটা পুরণ হওয়া পর্যন্ত ভর্তি চলবে ।

জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গওহরপুর সিলেট মাদরাসা 

লেখালেখি, শুদ্ধভাষা ও সাংবাদিকতা

যারা দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন তাদের জন্য বছরব্যাপী লেখালেখি, শুদ্ধভাষা ও সাংবাদিকতার কোর্সের আয়োজন করেছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। রাজধানী মুগদার জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসায় আবাসিক ব্যবস্থাপনায় বছরব্যাপী এ কোর্সে ভর্তি হতে পারেন।

ভর্তি শুরু হয়েছে রমজান থেকেই, কোটা পূরণ সাপেক্ষে চলবে ১৫ শাওয়াল পর্যন্ত। ভর্তি সংক্রান্ত যোগাযোগ: ০১৯১৭-৩৭৫২৯৯

হিফজ মাদরাসা

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা

ভর্তি শুরু হবে ৭ শাওয়াল। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলতে থাকবে। হিফজ খানায় ভর্তির জন্য কুরআন ও তাজবীদের মৌখিক পরীক্ষা দিতে হবে।

হিফজের জন্য দুটি বিভাগ রয়েছে। একটি ইন্টারন্যাশনাল হিফজ রিভিশন। যাদের তেলাওয়াত সুমধুর, কণ্ঠ ভালো তারা এ বিভাগে চাঞ্চ পাবে। বাকিদের জন্য আছে স্পেশাল হিফজ রিভিশন।

এখানে আবাসিকের দুটি সিস্টেম রয়েছে। স্পেশাল ও ভিআইপি। স্পেশাল ক্যাটাগরিতে ভর্তির জন্য ৮ হাজার টাকা এবং মাসিক খাবার ও আবাসিক চার্জ  ৫ হাজার টাকা। ভিআইপিতে ভর্তি ২০ হাজার টাকা এবং খাবার ও আবাসিক চার্জ  প্রতি মাসে ১০ হাজার (এসিরুম)।

ফোন : 01705068881-5

মারকাজুত তানযীল আল ইসলামিয়া মাদরাসা

আন্তর্জাতিক মানের হিফজ ও হিফজ রিভিশনের জন্য অন্যতম প্রতিষ্ঠান। ভর্তি চলবে ঈদের পরবর্তী ১৫ দিন পর্যন্ত।

রয়েছে আন্তর্জাতিক হিফজ রিভিশন বিভাগ, হিফজ বিভাগ ও নুরানি নাজেরা বিভাগ।

মোবাইল: 01718 91 80 27

হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা ও আল জামেয়াতুত্ত্বায়্যিবাহ সুলতানপুর মহিলা মাদ্রাসা, গহরপুর, বালাগঞ্জ, সিলেট

ভর্তি শুরু ৮শাওয়াল থেকে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত। একইসাথে ফরম বিতরণ করা হবে এবং মৌখিক পরীক্ষা নিয়ে ভর্তি করা হবে। সবক আরম্ভ হবে ১২শাওয়াল থেকে, ইনশাআল্লাহ।

জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গী, গাজীপুর

হিফজ ও মক্তব বিভাগের ভর্তি চলমান। কিতাব বিভাগ ৬ ও ৭ শাওয়াল।
আরবি ভাষা প্রশিক্ষণ বিভাগ ৭ ও ৮ শাওয়াল।

মক্তব ও হিফজ বিভাগে ভর্তি ফি ৩০০০ টাকা
মাসিক খোরাকি ও আবান ফি ২৫০০ টাকা

আরবি ভাষা প্রশিক্ষণ বিভাগে প্রথম দশজনের ভর্তি ৩০০০ টাকা। খোরাাকি ও আবাসন ফ্রি।
কিতাব বিভাগে ভর্তি ৩০০০ টাকা। আবাসন ও খোরাকিতে কিছুটা ছাড় আছে।

যাতায়াত টঙ্গী স্টেশন রোড থেকে রিক্সা যোগে জামাই বাজার মাদরাসা।
আরবি ভাষা প্রশিক্ষণ বিভাগের ভর্তি সংক্রান্ত তথ্য জানার জন্য যোগাযোগ : 01865105874

জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস বটতলি মান্দারিবাজার, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর

ভর্তি শুরু ৮ শাওয়াল। চলবে ১৪ শাওয়াল পর্যন্ত। নূরানি হিফজ থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত।

ভর্তি ফি ১৬০০ টাকা। খাবার নরমাল ১৫০০, স্পেশাল ২৫০০ টাকা। ফোন: 01715086591

খাইরুল মাদারিস কোনাবাড়ী কলেজগেট গাজীপুর

ভর্তিশুরু ৮ শাওয়াল। চলবে ১ সপ্তাহ। নুরানি, নাজেরা, হেফজ থেকে শরহে বেকায়া পর্যন্ত। চলতি বছর জালালাইন জামাত খোলা হবে। মাদরাসাটি দাওয়াতুল হকের তত্ত্বাবধানে পরিচালিত। বেফাক বোর্ডের আওতাধীন।

ফোন: 01920532089

জামিল মাদরাসা বগুড়া

ভর্তি শুরু (৬ শাওয়াল)। এদিন পুরাতনরা ভর্তি হতে পারবে। নাহবেমির পর্যন্ত ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরাও প্রথম দিনই মৌখিক পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে। হেদায়াতুন্নাহু থেকে দাওরা পর্যন্ত নতুন শিক্ষার্থীদের ভর্তি ৮শাওয়াল থেকে।

তানজিম বোর্ডে মুমতাজ ও জায়্যিদ জিদ্যানদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা লাগবে না।

ইসলামিয়া কাসেমুল উলুম বোয়ালখালী সাতজুলাকাটা মাদ্রাসা, ইসলামাবাদ কক্সবাজার

যোগাযোগ : 01815819816 ভর্তির তারিখ: ৮ শাওয়াল থেকে ২০ ই শাওয়াল পর্যন্ত। ভর্তির সময় জন্মানদ বা স্মার্ট কার্ড সাথে নিয়ে অাসতে হবে

আল জামিয়া আল এমদাদিয়া আজিজুল উলুম পোকখালী মাদ্রাসা

ভর্তির তারিখ : ৮  শাওয়ালল থেকে কৌটা পূরণ হওয়া পর্যন্ত। যোগাযোগ: মোহতামিম 01819457832

মাদরাসা দাওয়াতুল কুরআন,নারায়ণগঞ্জ
আগামী ৮ শাওয়াল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে কোটা পূর্ণ হওয়া পর্যন্ত ভর্তি চলবে।

বি: দ্র:  অত্র প্রতিষ্ঠানে কোনো রকমের ছাত্র মারফত কালেকশন ব্যতীত সুন্দর মনোরম পরিবেশে, অভিজ্ঞ শিক্ষক মন্ডলির দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধানে, বাংলা, অংক, ইংরেজিসহ মক্তব, হিফজ ও কিতাব বিভাগে মিশকাত জামাত পর্যন্ত ভর্তি চলছে।

স্থান: ভূইগড়, রূপায়ণ টাউন সংলগ্ন, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
যোগাযোগ:- ০১৬৭৭০৫০৬০৫, ০১৯১২৫২৫৭৭৮

আনন্দবাজার কারিমিয়া মহিলা মাদ্রাসা (সোনারগাঁ, নারায়নগঞ্জ)

আগামী ৮ শাওয়াল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে কোটা পূর্ণ হওয়া পর্যন্ত ভর্তি চলবে
যোগাযোগ - ০১৯২১৬৮০৭৬৫

পর্যায়ক্রমে অন্যান্য মাদরাসার ভর্তির তারিখ যুক্ত করা হবে। কোনো মাদরাসার ভর্তি তথ্য এই পোস্টে যোগ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। (01640-523566)

বাংলাদেশের প্রসিদ্ধ কিছু কওমি মাদরাসার ফোন নম্বর

ঢাকা বিভাগ

জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মুহাম্মদ পুর ঢাকা- 01916970577
লালমাটিয়া মাদরাসা-01718-738120
জমিয়া নুরিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর-01918-666436
শেখ জুনুরুদ্দীন চৌধুরী পাড়া মাদরাসা-01711-154202

জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসা-01937-7840036
জামিয়া ইসলামিয়া বায়তুন নূর সায়দাবাদ মাদরাসা-01711-074993
ফরিদাবাদ মাদরাসা-7440235
ঢালকানগর মাদরাসা-01718-256486

জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদরাসা-01711-810228
জামিয়া শরঈয়্যা মালিবাগ-01712-281313
জামিয়া রাহমানিয়া আলি এন্ড নূর রিয়েলস্টেট মাদরাসা- 8150186
লালবাগ মাদরাসা -01713-036740

জমিয়া সাঈদিয়া কারিমিয়া-01715-143312
বড় কাটারা মাদরাসা- 7316350
আকবর কম্প্লেক্স মিরপুর মাদরাসা-01711-153029
খাদেমুল ইসলাম মিরপুর মাদরাসা-01711-969474

জামিয়া মাদানিয়া বারিধারা- 01712-860832
বসুন্ধরা মাদরাসা-01817-579347
জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা-01712-1774345
জামিয়াতু ইব্রাহিম সাইনবোর্ড-01911-383014

মাদানীনগর মাদরাসা- 1608087
জামিয়া রাব্বানিয়া ঝালকুড়ী নারায়ণগঞ্জ-01916-385015
দারুল উলূম দেওভোগ মাদরাসা-7631200
মারকাজুল উলূম হাজিপাড়া-9752775

জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ- 01715-345248
জামিয়াতুস সুন্নাহ মাদারীপুর-01732-580024
জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর-01715345248
গাওহারডঙ্গা মাদরাসা-01665-556214

চট্টগ্রাম বিভাগ

দারুল উলূম হাটহাজারী মাদরাসা- 01819-323602
জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা-01819-622813
নানুপুর মাদরাসা-01715-383046
জিরি মাদরাসা-01819-622813

দারুল মাআরিফ চট্টগ্রাম- 671771
লালখান বাজার মাদরাসা-01711-263453
জামিয়া ইউনুসিয়া-01851-52206
নাজিরহাট মাদরাসা-01819359145

শর্শদী জামিয়া ইসলামিয়া বাহরুল উলুম মাদরাসা- 01819-359145
উলামা বাজার মাদরাসা-01819-187101
জামিয়া উসমানিয়া চাটখিল-01716-171449
ইব্রাহিমিয়া উজানী মাদরাসা- 01715-217135

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম পাহাড়পুর-01817-002892
জামিয়া ইসলামিয়া রাজপুর-01721-971735
জামিয়া রশিদিয়া- 01819-691968
দারুল উলূম হোসাইনিয়া উলামা বাজার- 01814-103815

দারুল উলূম ইসলামিয়া শর্শিদি- 01819-818798
জামিয়া রশিদিয়া আজিজুল উলূম কুমিল্লা- 01680-831686
জামিয়া কাসেমুল উলূম কুমিল্লা-01823-419531
জামিয়া মাদানিয়া রওজাতুল উলূম আলেখারচর- 01912-726679

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ