আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বজ্রপাত ও প্রবল ধুলোঝড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪৮ জন।
আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে দেশটির রাজ্য ত্রাণ কমিশন এ তথ্য জানায়।
বিবৃতিতে আরো বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল ধুলোঝড় শুরু হয়। এ সময় প্রচুর বজ্রপাতও হয়। তাতে রাস্তাঘাটের অসংখ্য গাছপালা উপড়ে যায় এবং ভেঙ্গে পড়ে অনেক বাড়ির দেয়াল।
আরও বলা হয়, বজ্রপাত ও প্রবল ধুলোঝড়ের কারণে রাজ্যের মইনপুরিতে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কাসগঞ্জ ও এটাহ এলাকায় ছয় জন এবং মোরাদাবাদ, মথুরা, বদায়ু, কেনৌজ, গাজিয়াবাদ ও সম্ভল এলাকায় প্রাণ হারিয়েছে আরও সাত জন।
ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও অন্য সব ধরনের সাহায্যে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদেরও নির্দেশ দিয়েছেনসকল ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ পৌঁছেছে কিনা তা নিশ্চিত করতে।
-এটি