আওয়ার ইসলাম: জামিয়াতুস সালাম আল-আরাবিয়া, উত্তরা, ঢাকা মাদানি নেসাবের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান৷ (বাইতুস সালাম মাদরাসার সাবেক অভিজ্ঞ ও প্রাজ্ঞ উসতাদগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত এ মাদরাসা।
মাদরাসাটির উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন, মুফতি আব্দুল হাই (সাবেক মুহতামিম, বাইতুস সালাম মাদরাসা), মাওলানা আশরাফ আলী, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাযুল ইলমী ওয়াদ দাওয়া, মাওলানা আরীফ হক্কানী, বিভাগীয় প্রধান মাদানী নেসাব দারুল উলুম আজমপুৱ উত্তরা, মাওলানা মুনীরুজ্জামান, প্রতিষ্ঠাতা পরিচালক মাদরাসাতুল ইহসান আল আরাবিয়্যাহ।
পরিচালনা পরিষদের মধ্যে রয়েছেন, পরিচালক, মুফতি রহমতুল্লাহ (মগবাজারের হুজুর), সহকারী পরিচালক, মুফতি মুহিব্বুল্লাহ মামুন বরিশালী (উজিরপুরী হুজুর), শিক্ষাসচিব, মুফতি বশীর আহমাদ ( জালালাবাদী হুজুর), মুফতি তরিকুল ইসলাম (কুড়িগ্রামেৱ হুজুর)। নাযেমে দারুল ইকামাহ: মাওলানা ইবরাহীম হাবীব (লালবাগী হুজুর) মাওলানা মুহাম্মদ (সুনামগঞ্জী হুজুর)।
মাদরাসাটিতে ভর্তি শুরু ৫ ই শাওয়াল। ১০ই শাওয়াল পর্যন্ত ভর্তি চলবে (কোটা খালি থাকার শর্তে) ভর্তি প্রক্রিয়ায় থাকছে ফরম ১০০ টাকা। ভর্তি ফি ৩৫০০টাকা। মাসিক প্রদেয়-৩৫০০ টাকা। যোগাযোগ বাড়ি ৪৮, রোড, ০১, ব্লক : এ, ফুলবাড়িয়া, তুরাগ, উত্তরা, ঢাকা ৷ মুঠোফোন- ০১৯১৩-৮২৮৩১১, ০১৮৫ ৫৯৮৯৪৩৪, ০১৯১৫-১৫০৩১২, ০১৭৩৮৬২৬৯২৫, ০১৯৮৮১৬৫০২৫, ০১৯১৫৫৭৬১৮৪।
যাতায়াত আব্দুল্লাহপুর সুইচগেট থেকে রিকসায় উত্তরা ১০ নং সেক্টর, ১নং রোডের মাথায় ফুলবাড়িয়া আমজাদ স্কুল সংলগ্ন।
-এটি