চাই তোমারই ঠাঁই
ভোরের আকাশ মিষ্টি করে সূর্য জ্বালে হেসে
হালকা হাওয়ায় তাসবি জপে সবুজ পাতার দল
পাখপাখালিও কন্ঠ মেলায় তোমায় ভালোবেসে
তবুও মালিক হয় না আমার মনটা যে তরল!
নাফরমানীর ময়লা জমে মন হয়েছে কালো
তোমার হুকুম, তোমার মানা, মন শুনে না আর
তুমিই মালিক জ্বালতে পারো আঁধার মনে আলো
তাই তো তোমার পায়েই ঠুকি সেজদা বারংবার।
নদীর মতো অবুঝ সরল একটা মানস চাই
কর্ম আমার সুবাস ছড়াক ফুলের মতো করে
দুষ্ট মনের ইচ্ছে থেকে চাই তোমারই ঠাঁই
তোমার ভয়ের কাঁপন লাগুক আমার মনের ঘরে।
মালিক তাদের দলে ভেড়াও তোমার দলে যারা
তোমায় ছাড়া বিশ্ব অচল, মুমিন দিশেহারা!
মাগফেরাতের দিন চলে যায়
মাগফেরাতের দিন যায় চলে যায়
রাশি রাশি পাপে তবু ডুবে আছি হায়
ক্ষমা কি পাবো না আর?
ওগো প্রভু সারওয়ার
আলোর পরশে মন ভালো হতে চায়
রাশি রাশি পাপে তবু ডুবে আছি হায়!
বুকের গভীরে মন কাঁদে নিরবধি
দয়াপরবশে তবু মাফ করো যদি
আমি তো পাপী তোমার
তুমি খোদা গাফফার
চাইলেই দিতে পারো ক্ষমা স্বেচ্ছায়।
পাপের অনলে দিল পুড়ে হলো ছাই
দয়ার বাতির নিচে মিলবে কি ঠাঁই?
তুমি তো মালিক আমার
ক্ষমা করো এইবার
মরু-বাগিচার বুলবুলির উসিলায়।
লেখক: কবি, গদ্যকার
-এএ