আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ কখনোই ধর্মের নামে কোন সন্ত্রাসকে প্রশ্রয় দেয় নাই। আমরা চাই শুধু ইসলাম নয়; কোন ধর্মকে নিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে। এটাই আমাদের মহান মুক্তিযুদ্ধের স্পিরিট।
শুক্রবার জেলার বোচাগঞ্জ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। অপরাধীরা অতীতে ধর্মের নামে তান্ডব চালিয়েছে, ধর্মকে ঢাল বানিয়ে এ উন্নয়ন বাধাগ্রস্ত করেছে।
তিনি বলেন, হলি আর্টিজান হামলা করে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হয়েছে। এসব অপকর্ম ইসলাম সমর্থন করেনা। ইসলাম কল্যাণের ধর্ম। আমাদের এ ধর্মকে অনৈতিক কাজে ব্যবহার করে একটি গোষ্ঠী ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে।
খালিদ বলেন, এসব জঙ্গী-সন্ত্রাসীরা মানবিক বাংলাদেশ গঠনের পথে অন্তরায়। এরা মূলত কোন ধর্মের নয়; মানুষ নামের পশু, সন্ত্রাসী ও জঙ্গি। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোন রূপ নিয়েই যেন এরা দেশরত্ন শেখ হাসিনার অগ্রযাত্রাকে নষ্ট করতে না পারে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র এম আব্দুস সবুর, বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর প্রমুখ। প্রতি বছরের ন্যায় স্থানীয় কয়েক হাজার আওয়ামী লীগের নেতা-কর্মী উৎসবমুখর পরিবেশে ইফতারে অংশ নেন।
আরএম/