আওয়ার ইসলাম: সরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের হজযাত্রীদের কোটা এখনও খালি রয়েছে। নির্ধারিত সময়ে কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় আবারও বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। ১৫ মে পর্যন্ত চলতি বছরের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন চলবে।
গতকাল সোমবার (০৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বছরের সরকারি হজযাত্রীদের নিবন্ধন শেষ হয় ৩০ এপ্রিল। কিন্তু সরকারি কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। তবে প্যাকেজ-১ এর কোটা খালি না থাকায় সরকারি হজযাত্রীদের প্যাকেজ-২ এর অধীনে নিবন্ধন করতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কোটা এখনও খালি রয়েছে।
এখনো যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি, তাদের মধ্যে ২০১৯ সালে হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ১৫ মের আগেই নিবন্ধনের জন্য হজ অফিসের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কিংবা বিষয়টি লিখিত আবেদনের মাধ্যমে ই-মেইলে কিংবা সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।
তাছাড়া নিবন্ধনে আগ্রহীদের ১৪ মের আগেই পাসপোর্ট দাখিলের জন্য বলা হয়েছে, যাতে দ্রুত পাসপোর্ট ভেরিফিকেশন করা যেতে পারে।
এমডব্লিউ/