আওয়ার ইসলাম: আন্তর্জাতিক সমালোচনার মুখে সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করেছে ব্রুনাই। স্থানীয় সময় রোববার (৫ মে) ব্রুনাইয়ের সুলতান হাসনাল বলকাই একথা জানান।
বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় স্বস্তি জানিয়েছেন বলে জানা যায়। কমনওয়েলথ সেক্রেটারি-জেনারেল প্যাট্রেসিয়া স্কটল্যান্ডও এর পক্ষে মুখ খুলেছেন। তিনি বলেন, সমকামিতায় শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড রহিতের ঘটনা আনন্দের।
উল্লেখ্য, গতমাসে সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুড়ে হত্যার শরিয়া আইন জারি করেছিল ব্রুনাই। এ আইনের পরই এর প্রতিবাদ জানায় রাজনৈতিক ও শোবিজ জগতের সেলেব্রেটিরা। এর পরিপ্রেক্ষিতে, সিদ্ধান্ত বদলাল ব্রনাই সরকার।
সমকামিতার শাস্তি হিসেবে দশ বছরের কারাদণ্ড ব্রুনাইয়ে প্রচলিত আছে। এছাড়া, ১৯৫৭ সালের পর ব্রুনাইয়ে কাউকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই।
-এটি