আওয়ার ইসলাম: বদর-৩ নামের একটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড। ইতোমধ্যে এ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপও করা হয়েছে বলে জানা যায়।
মূলত ইসরায়েলে ছোড়ার মাধ্যমেই নতুন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইসলামি জিহাদ। এ ছাড়া আল-কুদস ব্রিগেড ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে, এর পর যা আসছে তা হবে আরও অনেক বড় ও শক্তিশালী।
খবরে বলা হয়েছে, আল-কুদস ব্রিগেড এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। যেখানে বদর-৩ নির্মাণ করতে এবং তা ইসরায়েলের দখলকৃত আশকেলন নগরীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ছুঁড়তে দেখা যায়।
ভিডিও ফুটেজের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, গত ৪ ৫ মে অন্ধকার আকাশে অন্তত চারটি বদর-৩ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
উল্লেখ্য, আশকেলন নগরী তেলআবিবের ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গাজা উপত্যকা এবং ইসরায়েলের মধ্যে যে প্রাচীর দেয়া হয়েছে তা এ থেকে এ নগরী মাত্র ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত।
-এটি