আওয়ার ইসলাম: শনিবার (৪ মে) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে সোমবার (৬ মে) থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হচ্ছে।
সৌদি আরবের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ও দেশটির চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। খবর আল আরাবিয়া ডটনেট-এর।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও সোমবার থেকে রোজা শুরু হবে। এসব দেশে রোববার (৫ মে) থেকে তারাবি শুরু হবে।
বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে প্রথম রোজা শুরু হয়ে থাকে। সাধারণত ভৌগোলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা বা ঈদ হয় বাংলাদেশে। সে হিসেবে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (৭ মে) থেকে (সম্ভাব্য)।
তবে বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে সেটা জানার জন্য রবিবার (৫ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
আরএম/