মোস্তফা ওয়াদুদ : আগামী সোমবার থেকে সৌদি আরবে রোজা শুরু হচ্ছে বলে দেশটির জ্যোতির্বিদ আব্দুল্লাহ খিজরী জানিয়েছেন। তিনি বলেন, সৌদিতে আগামী সোমবার থেকে রমজান শুরু হবে। কারণ, ২৯ শাবানে রমজানের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই।
তবে সৌদি আরবে জ্যোতির্বিদদের ধারণা মোতাবেক রমজান শুরু হয় না বরং চাঁদ দেখা কমিটির ঘোষণা ও সুপ্রিমকোর্টের ফায়সালা অনুযায়ী রমজান শুরু হয় বলে জানান আব্দুল্লাহ খিজরী।
এদিকে, সৌদি আরবে রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সরকারি কমিটি ছাড়া আজ শনিবার ২৯ শাবান সৌদিতে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। সৌদি আরবের গুরুত্ত্বপূর্ণ স্থানে চাঁদ দেখার মহরত অনুষ্ঠিত হবে।
সৌদিতে চাঁদ দেখার জন্য 'হাওতাহ সোয়ার' নামক জায়গাকে গুরুত্ত্বপূর্ণ মনে করা হয়। কারণ এখানে আধুনিক সরঞ্জাম সজ্জিত অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। যাতে দূরবীন ও ইলেক্ট্রিক টেলিস্কোপ এর সাহায্যে চাঁদ দেখার চেষ্টা করা হয়।
সৌদি আরবের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, যদি আজ (২৯ শাবান) শনিবার ১৪৪০ হিজরিতে চাঁদ দেখা যায়। তাহলে এ ব্যাপারে ১ জন পুরুষ অথবা দুইজন মহিলার সাক্ষ্য নিয়ে ফয়সালা দেওয়া হবে।
আরএম/