আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় 'ফণী' বাংলাদেশ অতিক্রম করার পর আগামী কাল রোববার সারাদেশে নৌ চলাচল শুরু হবে।
রোববার (৫ মে) সারাদেশে নৌ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আলমগীর কবীর। আজ শনিবার (৪ মে) ঘূর্ণিঝড় 'ফণী' বাংলাদেশ অতিক্রম করার পর গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।
আলমগীর কবীর জানান, ফণী'র কারণে বড় কোনো দুর্যোগ না হবার আশায় রোববার সকাল ১০টা থেকেই পুনরায় সদরঘাট নৌ-বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের দিকে লঞ্চ ছেড়ে যাবে।
শক্তিশালী 'ঘূর্ণিঝড়'র প্রভাবে বৃহস্পতিবার (২ মে) রাত থেকেই সারাদেশের সাথে বন্ধ ছিল ঢাকার নৌ যোগাযোগ। এতে ভোগান্তিতে পড়েন লাখ লাখ যাত্রী। সারাদেশে ফণীর আঘাতে ক্ষয়ক্ষতি কম হওয়ায় লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহর শুকরিয়া আদায় করে গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।
-এএ