আওয়ার ইসলাম: ঝড়ো বৃষ্টি ও সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে কক্সবাজার জেলার ৩৫টি গ্রাম। দুর্ভোগে পড়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।
কক্সবাজার শহরের সমুদ্র তীরবর্তী উপকূল এলাকা কুতুবদিয়াপাড়া জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় নৌকা যোগে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন লোকজন। তার পাশাপাশি প্লাবিত হয়েছে সমিতি পাড়া, নাজিরারটেক, ফদনারডেইল ও বাসিন্নাপাড়া। বাড়ি ঘর ডুবে যাওয়ায় নিম্নাঞ্চলের লোকজন চরম দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ কামাল হোসেন জানান, ৮ উপজেলার উপকূল থেকে প্রায় ৫৬ হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, টেকনাফের শাহপরীরদ্বীপ, মহেশখালী উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার ৩০টির বেশি গ্রাম জোয়ারে প্লাবিত হয়েছে।
-এএ