আওয়ার ইসলাম : নোয়াখালীতে বসত ঘরে চাপা পড়ে নিহত হয়েছে ইসমাইল হোসেন নামে দু'বছরের এক শিশু। এছাড়াও বিভিন্ন স্থানে অন্তত ৩০জন আহত ও শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
নোয়াখালীর সূবর্ণচর, হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সদর উপজেলাসহ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়ে ঘরের মধ্যে চাপা পড়ে চর আমানউল্লাপুর ইউনিয়নে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা।
আজ শনিবার (৫ মে) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলায় এ ঝড় আঘাত হানে। নিহত ইসমাইল সূবর্ণচরের চর আমানউল্যা ইউপির আব্দুর রহমানের ছেলে।
আহতদের অনেককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
একজন শিশু নিহত হওয়ার বিষয়টি চর আমানউল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন নিশ্চিত করেছেন।
-এমডব্লিউ