রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

কুষ্টিয়ায় বাবাকে খুন করে রান্নাঘরে পুতে রাখে ছেলে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার খোকসা উপজেলায় মেয়ের তালাকে নেয়া দেনমোহরের টাকা নিতে চাওয়ায় স্ত্রী ও ছেলের হাতে খুন হয়েছেন ছানাউল্লাহ সানাই (৪৫) নামে এক ব্যক্তি।

গত তিন মাস আগে তাকে খুনের পর রান্নাঘরের মেঝেতে পুতে রাখা হয়। এ ঘটনায় তার ছেলে রানা বিশ্বাসকে (২৪) গত বৃহস্পতিবার (০২ মে) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার সানাইয়ের লাশ তার বড়ির রান্নাঘরের মেঝে থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী রানী খাতুন এবং মেয়ে সোনিয়া ও তানিয়া আত্মগোপন করেছেন।

জানা গেছে, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা ছানাউল্লাহ সানাই গত ফেব্রুয়ারি মাসে হঠাৎ নিখোঁজ হন।

তিন মাস ধরে নিঁখোজ থাকার কারণে তার বড় ভাই মো. আবদুল বারিক বিশ্বাস (৬৭) খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে নিহতের ছেলে রানা বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিয়ে সানাইয়ের লাশ উদ্ধার করা হয়।

নিহত সানাই কখনও দিনমজুর কখনও ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে অভাবেই সংসার চালাতেন তিনি।

এ অবস্থাতেই বড় মেয়ে সোনিয়াকে বিয়ে দেন কুমারখালী উপজেলার পান্টি গ্রামে। কিন্তু আড়াই মাসের মাথায় সে সংসার ভেঙে যায়। স্থানীয়দের সহযোগীতায় সেখান থেকে দেনমোহরের ৭২ হাজার টাকা পান সোনিয়া।

পরে সোনিয়াকে কুষ্টিয়ায় দ্বিতীয় বিয়ে দেন সানাই। সেখানেও সংসার টেকাতে পারেননি সোনিয়া। তালাকের পর তার দ্বিতীয় স্বামী দেনমোহরের এক লাখ ৬০ হাজার টাকা দিয়ে দেন।

এরপর সানাই টাকাগুলো একত্র করে তার ভায়রা ভাইয়ের (স্ত্রীর বোনের স্বামী) কাছে গচ্ছিত রাখেন। কিছুদিন পর সানাইয়ের স্ত্রী রানী খাতুন টাকাগুলো ফেরত চাইলে তিনি নিজে রানাদের বাড়ি এসে দিয়ে যান।

এদিকে টাকা ফেরত পাওয়ার পর সানাই তা নিজের কাছে রাখতে চাইলে বাধা দেন স্ত্রী ও সন্তানরা। গত ফেব্রুয়ারি মাসে তিনি সংসার চালাতে কিছু অর্থ চাইলেও রানী খাতুন তা দিতে অস্বীকৃতি জানান।

এ নিয়ে পরিবারে অশান্তির সৃষ্টি হয়। সানাই তার স্ত্রী-সন্তানদের মারধরও করেন। পরে সেদিন রাতেই রানী, সোনিয়া ও রানা মিলে তাদের বাবাকে মেরে ফেলার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী তারা রাতে ইট ও কাঠের ছড়া দিয়ে পিটিয়ে হত্যা করেন সানাইকে। পরে রান্নাঘর খুঁড়ে সেখানে মাটিচাপা দিয়ে রাখেন। কয়েকদিন পর রানী তার মেয়ে সোনিয়া ও তানিয়াকে নিয়ে ঢাকায় গার্মেন্টসে কাজ করবেন বলে বাড়ি ছাড়েন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে রানা তার বাবাকে খুনের কথা স্বীকার করে।

পরে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এম মোস্তাফিজুর রহমান আকন্দ লাকীকে ঘটনার তদন্ত করার দায়িত্ব দেয়া হয়।

এএসআই মোস্তাফিজুর রহমান আকন্দ লাকী জানান, স্বীকারোক্তি পাওয়ার পর তারা রানাদের বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে সানাইয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেন। পরে সেটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠান।

গত বৃহস্পতিবার খোকসা থানায় সানাই হত্যাকাণ্ডে তার স্ত্রী রাণী, দুই মেয়ে সোনিয়া-তানিয়া ও রানার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আটক রানাকে পরে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ