আওয়ার ইসলাম: ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ৯০টি রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি শনিবার গাজা উপত্যকা থেকে এ হামলা চালানো হয়েছে। রকেট নিক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খবর এপি-র।
ইসরায়েলের সেনাবাহিনী জানায়, বেশ কয়েকটি রকেট তাদের আয়রন ডোম রকেট প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। গাজা সীমান্তের কাছাকাছি সবগুলো সড়ক বেসামরিক চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে তারা বোমা নিষ্ক্রিয়কারী দলকে পাঠিয়েছে। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আভিব কোচাবি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছেন।
এ দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ২২ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত চার জন। তবে হামাসের রকেট হামলায় ইসরায়েলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার গাজা সীমান্তে সাপ্তাহিক বিক্ষোভের সময় ইসরায়েলি গুলিতে দুই ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। এ সময় ইসরায়েলি সেনাদের ওপরও হামলা হয়। এতে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তবে কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
-এএ