শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


তোরাই পারিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

তোরাই ক’জন হার মানাবি
বর্বরতার দৃশ্যকে
মনুষ্যত্ব শিখিয়ে যাবি
নুয়েপড়া বিশ্বকে।

বদলে দিবে এ পৃথিবী
তোদের দুটো হাত
তোরা আছিস তাই পোহাবে
ঘোর আঁধারের রাত।

হাত বাড়িয়ে দেখিয়ে দিবে
মানুষ কেমন হয়
কেমন করে করতে হবে
এ পৃথিবী জয়।

পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ
আছে যেথায় যতো
তোরাও তার অন্যতম
আছিস অবিরত।

শিখতে হবে তোদের কাছে
মানুষ হবার মন্ত্র
তবু তারা হয় না মানুষ
শেখায় বহু তন্ত্র।

তোরাই পারিস ফিরিয়ে দিতে
এ পৃথিবীর আলো
হাজার লক্ষ পাপের ভিড়ে
তোরাই শুধু ভালো।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ