ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি
টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়ায় পহেলা রমযান থেকে শুরু হচ্ছে বাংলা শুদ্ধ উচ্চারণ, লেখালেখি ও সাংবাদিকতার বিশেষ প্রশিক্ষণ কোর্স।
জানা যায়, পহেলা রমযান থেকে শুরু হয়ে ২০দিন পর্যন্ত চলবে এ কোর্স। প্রতিদিন দুপুর ২-৫টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। মাদরাসা, স্কুল-কলেজের যেকোন শিক্ষার্থী উক্ত প্রশিক্ষণে অংশ নিতে পারবে। কোর্স ফি ৫শ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০দিন ব্যাপি কোর্সটি পরিচালনা করবেন চট্টগ্রাম হাটহাজারীস্থ প্রমিত উচ্চারণ, লেখালেখি ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান 'বাংলা বাড়ি'র পরিচালক আলেম সাংবাদিক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী।
দক্ষিণ চট্টগ্রামের টেকনাফ আল জামিয়ায় প্রথম শুরু হওয়া এ বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন আল জামিয়া আল ইসলামিয়া টেকনাফ মাদরাসার শাইখুল হাদীস ও দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক আল্লামা কিফায়তুল্লাহ শফীক।
-এএ