আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ১৬ জনকে আটক করা হয়েছে এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গির্জাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বিমান বন্দর ও কেন্দ্রীয় ব্যাংক সংলগ্ন রাস্তা সমূহও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এ নিয়ে মোট ৭৬ জনকে আটক করা হলো। যার মধ্যে একজন সিরিয়ান নাগরিকও রয়েছেন। ফেসবুক পেজে ঘৃনা ছড়ানোর অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃতদের সম্পর্কে আর বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সব গির্জাগুলো বন্ধ করে রাখার নির্দেশনা দিয়েছে সরকার। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গির্জাগুলোকে বন্ধ রাখতে বলা হয়েছে। গির্জার একজন যাজক বলেছেন, নিরাপত্তা বাহিনীর পরামর্শক্রমে আমরা সব গির্জা বন্ধ রেখেছি।
উল্লেখ্য, গত রবিবার ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি গির্জা, তিনটি অভিজাত হোটেল ও শহরের পার্শ্ববর্তী দুই স্থানে ভয়াবহ সিরিজ হামলার ঘটনা ঘটে। তাতে নিহত হন ৩৬৯ জন। আহত হন প্রায় পাঁচ শতাধিক।
আরএইচ/