শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় চরমোনাই পীরের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের একাধিক গির্জা ও আবাসিক হোটেল, মুসলিমদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদেও হামলায় তিন শতাধিক মানুষ নিহত ও ৬০০ জন আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

আজ (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন  হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগান, নিউজিল্যান্ডের মতো এ হামলা ও মৃত্যু আমাদের আঘাত করেছে। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। এমন জঘন্য সন্ত্রাসী হামলার সাথে কোন মুসলমান জড়িত থাকতে পারে না।

যারা মুসলিম পরিচয় দিয়ে এ হামলা করেছে, বা মুসলিম সম্প্রদায়ের ওপর চাপানোর চেষ্টা করছে, তারা ইসলাম ও মানবতার দুশমন। এ ধরনের বর্বর ও সন্ত্রাসী হামলা বন্ধ করতে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে শান্তিকামী বিশ্ব সম্প্রদায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, এই বর্বরতম হামলায় বিদেশি নাগরকিসহ দেশটির সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছি। গভীর সমবেদনা জানাচ্ছি নিহতদের শোকাহত পরিবার পরিজনের প্রতি। শ্রীলঙ্কার সরকার এবং সে দেশের নাগরিকদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের সুস্থতা কামনা করছি।

মুফতি রেজাউল করিম বলেন, শ্রীলংকায় হামলার দায় মুসলমানদের ওপর ঢালাওভাবে চাপানোর চেষ্টা না করে দোষীদের খুঁজে বের করার চেষ্টা করলে বিশ্ববাসী খুশি হবেন এবং ঘটনার আসল রহস্য বের হয়ে আসবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ