আওয়ার ইসলাম: ভারতসহ প্রতিবেশী তিন দেশে মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য অরুণাচল ও আসামে ভূমিকম্প হয়৷ একই সময়ে চীন ও মিয়ানমারেও ভূমিকম্প হয়। এছাড়া বুধবার সকালে নেপালে জোড়া ভূমিকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, মঙ্গলবার রাতে তিনটি দেশে কম্পনের মাত্রা ছিল ৫.৯৷ উৎসস্থল আসামের ডিব্রুগড়৷ ভূমি থেকে ৯ কিলোমিটার গভীরে৷
এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটে অরুণাচল প্রদেশের ওয়েস্ট সিয়াংয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৬.১। ওই ভূমিকম্পের প্রভাবে তিব্বতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে।
চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে কেঁপে ওঠে চীন ও মায়ানমারের কিছু অংশ৷ । বুধবার রাতে এই কম্পনের রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে নেপালে জোড়া ভূমিকম্পের খবর মেলে৷
প্রথমটি হয় সকাল ৬টা বেজে ২৯ মিনিটে৷ দ্বিতীয় হয় ৬টা বেজে ৪০ মিনিটে৷ যদিও কম্পনের মাত্রা সেখানে ছিল তুলনামূলক কম৷ ৫.২ ও ৪.৩ মাত্রার কম্পন ধরা পড়েছে রিখটার স্কেলে৷ কোনও ক্ষতক্ষতির খবর মেলেনি এখনো
আরএইচ/