আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামীকাল বুধবার। বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে।
এর আগে বিকাল চারটায় অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে দ্বিতীয় অধিবেশনের মেয়াদকাল চূড়ান্ত হবে।
অধিবেশনের প্রথম দিনের কার্যসূচি থেকে জানা যায়, বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য, শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
এছাড়াও, জণপ্রশাসন প্রতিমন্ত্রী বাংলাদেশ কর্ম কমিশনের (বিপিএসসি) ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন।
প্রথম দিনের অধিবেশনে কোনও আইন প্রণয়ন হবে না। তবে, তিনটি বিলের বিষয়ে সংসদীয় কমিটির রিপোর্ট উপস্থাপন করা হবে। বিলগুলো হলো— বীমা করপোরেশন বিল, সমাজকল্যাণ পরিষদ বিল ও উদ্ভিদের জাত সংরক্ষণ বিল।
আরএম/