শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


হত্যার অপরাধে সৌদি আরবে দুই ভারতীয়র শিরশ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে খুনের অপরাধে ভারতীয় দুই নাগরিককে শিরশ্ছেদ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের শিরশ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবে ওই দুই ভারতীয়র শিরশ্ছেদ করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া একজনের নাম সত্যেন্দ্র কুমার, দ্বিতীয়জন হরজিৎ সিং। তারা দুজনই পাঞ্জাবের বাসিন্দা। সত্যেন্দ্রর বাড়ি হোশিয়ারপুর ও হরজিতের বাড়ি লুধিয়ানায়।

সৌদি প্রবাসী এক ভারতীয়কে হত্যার অপরাধে তাদের দু’জনকে এই শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হত্যা মামলার এ দুই আসামিকে রক্ষায় ব্যর্থতার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন পাঞ্জাবের মুখমন্ত্রী।

এদিকে রিয়াদের অবস্থিত ভারতীয় দূতাবাস বলছে, প্রাণদণ্ডের সাজার কথা তাদের জানায়নি সৌদি সরকার। তাই ওই দুজনের মৃতদেহ পাওয়ার কোনও সম্ভাবনা নেই তাদের পরিবারের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সতীন্দ্রের স্ত্রী সীমা রানীকে জানিয়েছে, সৌদি রীতি অনুসারে মৃত্যু সনদ দেয়া হবে। তবে পরিবারের কাছে মরদেহ ফেরত দেয়া হবে না।

উল্লেখ্য, টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় হরজিৎ, সতীন্দ্র ও ইমামুদ্দিনের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে ইমামুদ্দিনকে খুন করে তারা।

এর কয়েকদিন পর হরজিৎ ও সতীন্দ্রকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে সৌদি পুলিশ। ডিপোর্টেশনের জন্যে নথিপত্র তৈরি করার সময় জানা যায় তাদের হাতেই খুন হয়েছে ইমামুদ্দিন।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ