আওয়ার ইসলাম: গ্রেফতারের আশঙ্কায় পুলিশের সামনেই বুধবার নিজের মাথায় গুলি করেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়া। পরে রাজধানী লিমার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
অ্যালেন গার্সিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিসকেরা।
সংবাদমাধ্যমে জানা গেছে, বাড়িতে ঘুষের মামলার তদন্তে পেরুর এই সাবেক প্রেসিডেন্টের বাড়িতে হানা দেয় পুলিশ।
পুলিশের উপস্থিতিতে গ্রেফতার আশঙ্কায় পুলিশের সামনেই হঠাৎ নিজের মাথায় গুলি চালিয়ে দেন তিনি।
গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তির এক ঘণ্টার মধ্যেই তিনবার হার্ট অ্যাটাক হয় অ্যালেন গার্সিয়ার। এর পরই মৃত্যু হয় তার।
ব্রাজিলের এক সংস্থার কাছ থেকে তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। তবে প্রতিবারই অ্যালেন এই অভিযোগের বিষয়ে বারবার অস্বীকার করে এসেছেন।
সূত্র: সিএনএন
আরএম/