আওয়ার ইসলাম: পর্তুগালে জার্মানির একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনই নারী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে এ দুর্ঘটনা ঘটে। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় বার্তা সংস্থা লুসা জানায়, কানিকো শহরের কাছে স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। একটি জংশনে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা খাদে পড়ে উল্টে যায়।
ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসের বেশিরভাগ যাত্রী জার্মান পর্যটক ছিলেন। তবে হতাহতদের মধ্যে স্থানীয় মানুষেরাও থাকতে পারেন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৭ জন নারী। বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন বলে খবর পাওয়া গেছে।
এদিকে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা ইতিমধ্যে মাদেইরা দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।
এর আগে ২০০৫ সালে মাদেইরাতে সড়ক দুর্ঘটনায় ৫ ইতালীয় পর্যটক নিহত হয়েছিলেন।
-এএ