শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

নিউজিল্যান্ডে নিহত বাংলাদেশি প্রতি পরিবারকে সাড়ে ৮ লাখ টাকা করে অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ড ক্রাইস্ট চার্চের মসজিদে জঙ্গি হামলায় শহীদ বাংলাদেশিদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ বাবদ নিউজিল্যান্ড ১৫ হাজার ডলার ( বাংলাদেশি ৮ লাখ ৫৪ হাজার টাকা) আর্থিক অনুদান দিয়েছে নিউজিল্যান্ড।

গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বৈঠক আরও জানা যায়, আর্থিক অনুদান ছাড়াও নিউজিল্যান্ড সরকার লাশ পরিবহন বাবদ আরও ছয় লাখ ২৭ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সে দেশে যাওয়া-আসাসহ অন্যান্য খরচ বহন করেছে।

এর আগে কমিটির পূর্ববর্তী বৈঠকে নিউজিল্যান্ডের মসজিদে জঙ্গি হামলায় শহীদ ও আহতদের জন্য নিউজিল্যান্ড সরকার কী সহযোগিতা করেছে তা জানতে চাওয়া হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, নিউজিল্যান্ডে জঙ্গি হামলায় যেসব বাংলাদেশি নিহত বা আহত হয়েছে তারা সকলেই আর্থিকভাবে স্বাবলম্বী। তাদের কাছে আর্থিক অনুদান মুখ্য নয়।

ঘটনার পর পর নিউজিল্যান্ড সরকার আমাদের যথেষ্ট সম্মানিত করে। লাশ দেশে পাঠানোসহ পরিবারের সদস্যদের দ্রুততার সঙ্গে ভিসা ইস্যু করেছে। তারা কম না বেশি টাকা অনুদান দিয়েছে এটাকে বড় করে দেখার সুযোগ নেই। উন্নত বিশ্বের দেশগুলো এই ভাবে সম্মানিত করে বলে জানান তিনি।

এদিকে গত ২৭ মার্চের বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন বলেন, জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিউজিল্যান্ড যে ক্ষতিপূরণ ঘোষণা করেছে তা খুবই নগন্য।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ