আওয়ার ইসলাম: গাজীপুরের জয়দেবপুর এলাকায় মারা যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মানবতাবিরোধী অপরাধী নূর উদ্দিনের (৭০) দাফন নিজ বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) রাতে পূর্ব মৌদাম গ্রামে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সে সময় পূর্ব মৌদাম গ্রামের মেম্বার মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
এর আগে সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নূর উদ্দিন।
ছেলে লাক মিয়া জানায়, মামলার আগে থেকেই গ্রাম ছাড়া ছিলেন তার অসুস্থ বাবা। পরে পরিচিত কোনো এক ব্যক্তির মাধ্যমে সোমবার দুপুরে বাবার মৃত্যুর খবর পান। পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সেদিনই রাত ৯টায় গ্রামের বাড়িতে আনানো হয়। এরপর জানাজার নামাজের শেষে রাত ১টার দিকে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তাওহীদুর রহমান জানান, মরদেহ আসার পর নূর উদ্দিনের বাড়ি পরিদর্শন করা হয়। নামাজে জানাজা শেষে পরিবারের লোকজন মরদেহটি দাফন করেন।
-এএ