আওয়ার ইসলাম: নির্বাচনে পরাজয় থেকে রক্ষা পেতে বিজেপি যে কোনো কাজ করতে পারে বলে আশঙ্কা করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
মঙ্গলবার (১৬ এপ্রিল) কাশ্মীরে এক নির্বাচনী সভায় বক্তৃতাকালে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি এসব অভিযোগ করেন।
মোদির সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে মেহবুবা বলেন, নিজের ব্যর্থতা ঢেকে নির্বাচনে জনগণের সহানুভূতি পেতে মোদি আবার বালাকোটের মতো পাকিস্তানে হামলা চালাতে পারে। সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করে মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে সোমবার জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় মেহবুবা মুফতির গাড়িবহরে পাথর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মেহবুবার কোনো ক্ষয়ক্ষতি না হলেও তার বহরে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন গাড়ির চালক।
-এএ