আওয়ার ইসলাম: খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে নিয়ে হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে। বিএনপির শীর্ষ নেতা ও ক্ষমতাসীল আওয়ামী লীগের নেতারা ব্যাক্তিগতভাবে খালেদা জিয়ার প্যারোলে মুক্তিলাভ নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।
সূত্র মতে, সমঝোতার ভিত্তিতে চলতি মাসেই খালেদা জিয়া লন্ডনগামী ফ্লাইটে উঠতে পারেন।
বিএনপির এক নেতা বলেন, খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ফ্লাইট হয় ২৫ অথবা ২৬ এপ্রিল এবং তার বিদেশে যাওয়ার এক দিনের মাথায় বিএনপি নেতারা শপথ নিতে পারেন। বিএনপি নেতাদের শপথ নেয়ার শেষ সুযোগ ২৯ এপ্রিল পর্যন্ত।
তবে এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। এ সবই গুজব, আমি প্যারোলের ব্যাপারে কিছু জানি না। তিনি বলেন, প্যারোলের ব্যাপারে বেগম জিয়ার সাথে আমার কোনো কথা হয়নি। আর বিষয়টি আমাদের দলের ইস্যুও নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, তাদের দলের একজন শীর্ষ নেতা ক্ষমতাসীন দলের এক উপদেষ্টার সাথে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি ও চিকিৎসার ব্যাপারে আলোচনা করেছেন। দলের ৬ নেতা শপথ নিয়ে সংসদে গেলেই প্যারোলে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে বলে সমঝোতা হয়েছে।
-এএ