আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরে এক রাতেই তিন ভাই ও চার বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুরের বেসরকারি সিটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ রাতেই হাসপাতালে ওই সাত ভাইবোনের জন্ম হয়েছিল।
জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লক্ষ্মীপুরের বেসরকারি সিটি হাসপাতালে সাত সন্তানের জন্ম দেন নাজমা আক্তার (১৮) নামের এক গৃহবধু। তিনি সদর উপজেলার লাহারকান্দি গ্রামের পাটোয়ারি বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী।
হাসপাতালে ভর্তি হবার পর তিনি একে একে তিনটি ছেলে ও চারটি মেয়ে সন্তানের জন্ম দেন। পরে সাত ভাইবোনের সবারই মৃত্যু হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ নওশের গণমাধ্যমকে ওই সাত শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গর্ভধারণের পাঁচ মাসের মাথায় জন্ম নেওয়ার কারণে শিশুদের বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।
নাজমা আক্তারের মা শাহেদা বেগম গণমাধ্যমকে জানান, শিশুদের ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু এর মধ্যেই তারা মারা গেছে। তাঁর মেয়ে সুস্থ আছে।
আরএম/