শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মহানবীকে কটূক্তির মামলা: জবির শিক্ষার্থী রিমান্ড শেষে কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তির অভিযোগের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন ফাহাদকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) রুবেল খান ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলায় দুইদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানিকালে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না। এর আগে গত ১২ এপ্রিল এ আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরও আগে গত ৮ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. নূর-ই-আলমের দায়ের করা এ মামলায় গত ১১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাখারীবাজার শনিদেবের মন্দিরের সামনে থেকে ফাহাদকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

এর আগে ৮ এপ্রিল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মুহাম্মদ নূর-ই-আলম এই মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাখারীবাজার শনি দেবের মন্দিরের সামনে থেকে ফাহাদকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। ১২ এপ্রিল শুক্রবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ