আওয়ার ইসলাম: আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম মজলিসে শুরার বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (১৪ এপ্রিল) বেলা ১২ টা থেকে সিলেট আঞ্জুমান কমপ্লেক্সে এটি অনুষ্ঠিত হয়।
আঞ্জুমানের কেন্দ্রীয় সভাপতি মাওলানা কারী শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কারী ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত শুরায় স্বাগত বক্তব্য শেষে সংগঠনের বিভিন্ন বিষয়সহ আসন্ন মাহে রমজানে দেশব্যাপী কিরাআত প্রশিক্ষণের ব্যবস্থাপনায় সার্বিক প্রস্তুতি গ্রহণের আলোচনা হয়।
২০১৯-২০২১ সেশনের জন্য মাওলানা কারী শাহ মুহাম্মদ নজরুল ইসলামকে সভাপতি ও মাওলানা কারী ইমদাদুল হককে সাধারণ সম্পাদক পুনঃরায় নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (মজলিসে আমেলা) গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মাওলানা কারী শায়খ আব্দুল ওয়াহাব, মাওলানা কারী জালাল উদ্দিন গবিনপুরী, মাওলানা কারী আবুল বাশার, মাওলানা কারী শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা কারী খলিল আহমদ।
সহ-সধারণ সম্পাদক মাওলানা কারী ইনাম বিন সিদ্দিক, মাওলানা কারী নুরুল মুত্তাকীন জুনাইদ। দফতর সম্পাদক মাওলানা কারী হারুনুর রশীদ। প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কারী আব্দুর রহীম আযমী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কারী হুসাইন আহমদ ইছামতী।
অর্থ সম্পাদক মাওলানা কারী যুবায়ের আহমদ আনওয়ারী। সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী তৈয়বুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী আব্দুল হাই বাহুবলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী হুসাইন আহমদ মিসবাহ। সদস্য মাওলানা ক্বারী আব্দুল মালিক, মাওলানা ক্বারী আখতার হুসাইন ও মাওলানা ক্বারী হিফজুর রহমান।
-এএ