আওয়ার ইসলাম: নেপালের লুকলা বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। রানওয়েতে থাকা নুড়ি পাথরে পিছলে হেলিকপ্টারে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।
রোববার (১৪ এপ্রিল) সকালে লুকলা বিমানবন্দরে পার্ক করা দুটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে প্লেনটির।
কাঠমান্ডু পোস্ট জানায়, অভ্যন্তরীণ রুটে চলা সামিট এয়ারের ৯এন-এএমএইচ প্লেনটি রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছিল। প্লেনটি লুকলা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে হেলিকপ্টার পার্কিংয়ে গিয়ে আঘাত হেনে বিধ্বস্ত হয়।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি জানান, সামিট এয়ারের কো-পাইলট এস ধুঙ্গানা ও পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রাম বাহাদুর খাদকা ঘটনাস্থলেই মারা যান। আর পুলিশের আরেক এএসআই রুদ্র বাহাদুর শ্রেষ্ঠা কাঠমান্ডুর গ্রান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্লেনের ক্যাপটেন আরবি রোকায়া ও মানাং এয়ারের ক্যাপটেন শেঠ গুরুং, যিনি হেলিকপ্টারে ছিলেন। তবে প্লেনে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি।
-এএ