শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

জনসচেতনতা তৈরিতে ৭৫ হাজার পিস মশার কয়েল বিতরণ করল সাভার মিডিয়া ক্লাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার থেকে

মশাবাহিত রোগ ও তার প্রতিকার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিনামূল্যে ৭৫ হাজার পিস মশার কয়েল বিতরণ করেছে সাভার মিডিয়া ক্লাব। শনিবার (১৩ এপ্রিল) মশার কয়েল বিতরণ করা হয়।

চিকুনগুনিয়া ও তার বাহক নিয়ে গবেষণা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে অনুদানপ্রাপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক, মশা গবেষক, অধ্যাপক ড. কবিরুল বাশারের প্রচেষ্টা ও এসিআই কোম্পানী লিমিটেড এর সৌজন্যে সাভারে শনিবার ৭৫ হাজার পিস মশার কয়েল বিতরণ করে সাভার মিডিয়া ক্লাব।

এর মধ্যে প্রত্যন্ত এলাকায় বিতরণের জন্যে ঢাকা জেলার পুলিশ ও হাফিজ-নাজনীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ্ মিজান শাফিউর রহমানের হাতে ৬০ হাজার পিস কয়েল তুলে দেন সাভার মিডিয়া ক্লাবের সভাপতি ও এনটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান।

পরে সাভার প্রেস ক্লাবের সদস্যদের জন্য ১২শ’ পিস মশার কয়েল তুলে দেয়া হয় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্যরে হাতে। একই সঙ্গে দৈনিক ফুলকি পরিবার ও সিএনআই পরিবারের পক্ষে মশার কয়েল গ্রহণ করেন দৈনিক ফুলকির সম্পাদক নাজমুল সাকিব ও সিএনআই নিউজের প্রধান সম্পাদক তোফায়েল হোসেন তোফা সানি।

এছাড়াও সাভার হাসপাতাল মালিক সমিতির (ফোয়াস) পক্ষে মশার কয়েল গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান পিপিএম, সাভার মডেল থানার অফিসার ইনচার্য এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুরিশের অফিসার ইনচার্য আবুল বাশার, পুলিশ পরিদর্শক ডিএসবি (সাভার, আশুলিয়া ও ধামরাই) সুভাষ চন্দ্র বিশ্বাস, টিআই আবুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এর আগে স্বাধীনতার মাসে মশা বাহিত রোগ ও তার প্রতিকার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ১০ হাজার মানুষের মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করে সাভার মিডিয়া ক্লাব।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ