আওয়ার ইসলাম: ফেনীর নুসরাত হত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাদরাসার একটি ছাত্রী অধ্যক্ষের দ্বারা নিগৃহীত হয়। এবং তাকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়। মানুষকে আগুন দিয়ে পুড়িয়া মারার নিন্দা করার ভাষা আমার নেই। চেষ্টা করেছিলাম মেয়েটাকে বাচাঁনো যায় কি-না। এমনকি সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে ডাক্তারের সঙ্গে কথা বলা হয়। সেটা আর হয়নি। সে আমাদের ছেড়ে চলে গেছে। তাকে বিনা কারণে নির্মমভাবে হত্যা করা হলো।
তিনি আরো বলেন, ইতিমধ্যে অপরাধীদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। যাতে এই রকম ঘটনা আর না ঘটে। তবে, দুভার্গ্য এ অগ্নিসন্ত্রাস সৃষ্টি করল বিএনপি। ২০১৩ সালে নির্বাচন বন্ধের নামে তারা (বিএনপি) এই অগ্নিসন্ত্রাস সৃষ্টি করেছিল। ২০১৪ সালে নির্বাচন ঠেকাতে চেয়েছিল, তারা পারেনি। জানুয়ারি মানে নির্বাচন হয়। কিন্তু অহেতুক কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল।
-এএ