রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
গতকাল ২৯ এপ্রিল হলিটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর নতুন মিউজিক ভিডিও ‘যিকরুল্লাহ’।
মুক্তির পরপরই খুব দ্রুত ইউটিউবে গানটির ভিউ বাড়তে থাকে। রিলিজের পর একদিনেই ১ লাখের বেশি ভিউ হয় ইউটিউবে। যা ইসলামি সঙ্গীত জগতে অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন শিল্পীরা।
“আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ! যতই জিকির করি আমি, মনের তিয়াস মেটে না। তবু কেন ওগো মাওলা, দিদার আমায় দিলে না! আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ”
মন মাতানো নতুন এ সঙ্গীতটি লিখেছেন কবি ও গীতিকার সাইফ সিরাজ। সুর করেছেন কলরবের জনপ্রিয় শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।
মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, মাহফুজুল আলম, জাহিদ হাসান ও কলরব শিল্পী ফজলে রাব্বির সম্মিলিত কণ্ঠে গাওয়া এ সঙ্গীত ভিডিওটি পরিচালনা করেছেন জাহিদ নিরব।
কয়েকজন কচিকাঁচার সঙ্গে অসাধারণ মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কলরবের শিল্পীরা।
ইতোমধ্যে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর নতুন মিউজিক ভিডিও ‘যিকরুল্লাহ’ দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।
আরএম/